করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দিনে দিনে বাড়ছে সারা বিশ্বজুড়ে। পরিস্থিতির মোকাবিলায় লকডাউন চলছে বিশ্বের বিভিন্ন দেশে। যার জেরে ঘরবন্দি থাকতে হচ্ছে সকলকে। ঘরবন্দিদের একঘেয়েমি কাটাতে অন্যতম ভরসা নেটদুনিয়া। এই আবহেই পর্নপ্রেমীদের জন্য সুখবর আনল বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্নসাইট ‘পর্নহাব’।
মঙ্গলবার তাদের নিজেদের অফিসিয়াল টুইটার হ্যান্ডল থেকে একটি পোস্ট করা হয়েছে। সেখানে জানানো হয়েছে আগামী ২৩ এপ্রিল পর্যন্ত পর্নহাবের সমস্ত প্রিমিয়াম কনটেন্ট (যা দেখতে টাকা দিয়ে সাবস্ক্রাইব করতে হয়) বিনামূল্যে দেখতে পাওয়া যাবে। গ্রাহকদের বিনামূল্যে পর্ন দেখার সুযোগ করে দিয়ে তাঁদের গৃহবন্দি দশা উপভোগ করতে বলেছে ওই সংস্থা। সঙ্গে নিরাপদে ঘরের থাকার অনুরোধও জানিয়েছে তারা।
দেখুন সেই টুইট—
Stay home and help flatten the curve! Since COVID-19 continues to impact us all, Pornhub has decided to extend Free Pornhub Premium worldwide until April 23rd. So enjoy, stay home, and stay safe 🔥 https://t.co/ZponKGKSJn #StayHomehub pic.twitter.com/DxWJGBnNkC
— Pornhub ARIA (@Pornhub) March 24, 2020
পর্নহাবের এই ঘোষণায় রীতিমতো খুশি নেটাগরিকদের একাংশ। এই সিদ্ধান্তের জন্য পর্নহাবকে ধন্যবাদ জানিয়েছেন তারা। যদিও কেন্দ্রের নির্দেশ অনুসারে এই সাইট ভারতে নিষিদ্ধ।
আরও পড়ুন: টিকটকে ‘করোনা চ্যালেঞ্জ’ নিয়ে কমোড চেটেছিলেন, এখন কোভিড-১৯এ আক্রান্ত
আরও পড়ুন: প্রতি শীতেই ছড়াবে করোনাভাইরাস? উড়িয়ে দিচ্ছেন না বিজ্ঞানীরা