Advertisement
২৩ এপ্রিল ২০২৪
Pulwama Attack

‘পুলওয়ামা হামলা ইমরানের সাফল্য’, পার্লামেন্টে দাবি পাক মন্ত্রীর

এর আগে পুলওয়ামা হামলায় জঙ্গিদের মদত দেওয়া নিয়ে ভারতের অভিযোগ বার বার উড়িয়ে দিয়েছে পাকিস্তান।

পুলওয়ামা হামলাকে ‘সাফল্য’ বলে ঘোষণা পাক মন্ত্রী ফাওয়াদ চৌধুরীর।

পুলওয়ামা হামলাকে ‘সাফল্য’ বলে ঘোষণা পাক মন্ত্রী ফাওয়াদ চৌধুরীর।

সংবাদ সংস্থা
ইসলামাবাদ শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২০ ১৯:২৮
Share: Save:

পুলওয়ামা হামলায় জঙ্গিদের মদত দেওয়া নিয়ে ভারতের অভিযোগ বার বার নস্যাৎ করে দিয়েছে পাকিস্তান। কিন্তু বৃহস্পতিবার ন্যাশনাল অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে ঝুলির বিড়াল বের করে ফেললেন ইমরান খান সরকারেরই মন্ত্রী ফাওয়াদ চৌধুরী। পাক প্রধানমন্ত্রীর ভাল কাজের ফিরিস্তি দিতে গিয়ে পুলওয়ামা হামলাকে ইমরানের সরকারের ‘বিরাট সাফল্য’ বলে ব্যাখ্যা করে বসেছেন ফাওয়াদ।

বুধবার ন্যাশনাল অ্যাসেম্বলিতে বোমা ফাটিয়েছিলেন পাকিস্তান মুসলিম লিগ (এন)-এর সদস্য আয়াজ সাদিক। তাঁর মতে, সৌজন্যের বার্তা দিতে নয়, ভারতের প্রত্যাঘাতের ভয়েই উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে মুক্তি দিয়েছিল ইমরানের সরকার। বিরোধী দলের নেতার ওই মন্তব্যের জবাব দিতে গিয়ে ফাওয়াদ বলেন, ‘‘আমরা ভারতে (হিন্দুস্তান) ঢুকে মেরেছি। পুলওয়ামায় আমাদের ওই সাফল্য, ইমরান খানের আমলে গোটা দেশের সাফল্য। আমরা সকলেই তার শরিক’’। সরকার পক্ষের প্রশংসা করতে গিয়ে পুলওয়ামা নিয়ে এমন মন্তব্য করে ফাওয়াদ বস্তুত পাক প্রধানমন্ত্রীকেই চাপে ফেলে দিয়েছেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

গত বছর ১৪ ফেব্রুয়ারি লোকসভা ভোটের কিছু দিন আগে পুলওয়ামায় ভয়াবহ আত্মঘাতী হামলা চালায় জঙ্গিরা। ওই হামলায় নিহত হন ৪০ জন সিআরপিএফ জওয়ান। ওই নাশকতায় জঙ্গি সংগঠন জইশ ই মহম্মদ জড়িত বলে জানান গোয়েন্দারা। কিন্তু তার পিছনে যে পাকিস্তানের মদত রয়েছে সেই অভিযোগও বার বার তুলতে থাকে নয়াদিল্লি। কিন্তু প্রতি বারই ভারতের সেই দাবি উড়িয়ে দিয়েছে ইসলামাবাদ। এ দিন ফাওয়াদের মন্তব্য নয়াদিল্লির দাবিকে সিলমোহর দিল বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

আরও পড়ুন: ফ্রান্সে গির্জার ভিতরেই গলা কেটে খুন, হত আরও ২

আরও পড়ুন: ভারতের হামলার ভয়ে হাঁটু কাঁপছিল সেনাপ্রধানের, অভিনন্দনের মুক্তি প্রসঙ্গে দাবি পাক বিরোধী নেতার

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Pulwama Attack India Pakistan Fawad Choudhry
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE