Advertisement
১৮ এপ্রিল ২০২৪
Vladimir Putin

রাশিয়াতেও আগামী সপ্তাহ থেকে কোভিড টিকাকরণ, ঘোষণা পুতিনের

ভিডিয়ো বার্তায় আগামী সপ্তাহ থেকেই গণহারে টিকা দেওয়ার কর্মসূচি শুরু করার জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন পুতিন।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
মস্কো শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২০ ০০:১৫
Share: Save:

আগামী সপ্তাহ থেকেই ব্রিটেনে করোনার টিকাকরণ কর্মসূচি শুরুর কথা বুধবার ঘোষণা করেছে ব্রিটিশ সরকার। ঠিক একই দিনে আগামী সপ্তাহ থেকে রাশিয়াতেও গণহারে করোনার টিকাকরণ কর্মসূচি শুরুর কথা জানিয়ে দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ খবর জানাচ্ছে সংবাদ সংস্থা রয়টার্স।

সং‌বাদ সংস্থা এএফপি জানাচ্ছে, ভিডিয়ো বার্তায় আগামী সপ্তাহ থেকেই গণহারে টিকা দেওয়ার কর্মসূচি শুরু করার জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন পুতিন। তবে টিকা দেওয়ার ক্ষেত্রে প্রথম পছন্দ হবেন শিক্ষক, চিকিৎসক এবং চিকিৎসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা।

পুতিন জানিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যেই রুশ টিকা স্পুটনিক ৫-এর ২০ লক্ষ ডোজ হাতে পেয়ে যাবে রুশ সরকার। ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গিয়েছে, রুশ টিকার প্রথম ডোজ নেওয়ার ৪২ তম দিন থেকে তার কার্যকারিতা ৯৫ শতাংশে পৌঁছেছে। এই তথ্য জানাচ্ছে রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE