হামাস-ইজ়রায়েল যুদ্ধ থামিয়ে গাজ়ায় শান্তি ফেরানোই কি উদ্দেশ, নাকি পশ্চিম এশিয়া জুড়ে ব্যবসার জাল বিস্তার করতে চাইছেন আমেরিকার ধনকুবের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজেই ঘোষণা করেছেন, গাজ়া ভূখণ্ডের দখল নেবে আমেরিকা। তার পর সেখানে তৈরি হবে ‘রিভিয়েরা অব দ্য মিডল ইস্ট’। ৬২ হাজার প্যালেস্টাইনির মৃত্যুভূমির উপর হয়তো তৈরি হবে আরও এক ‘ট্রাম্প টাওয়ার’!
ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে পাশে দাঁড় করিয়ে ট্রাম্প জানিয়েছেন, গাজ়া থেকে পাকাপাকি ভাবে সরানো হবে প্যালেস্টাইনিদের, সমুদ্রের ধার ঘেঁষে তৈরি করা হবে বিলাসবহুল হোটেল। তিনি বলেন, ‘‘আমরা যদি একটা ভাল জমি খুঁজে পাই, কিংবা একাধিক ভাল জমি খুঁজে পাই, বহু অর্থ ব্যয় করে দারুণ কিছু তৈরি করা হবে। গাজ়ার ওই পরিস্থিতিতে ফিরে যাওয়ার থেকে এটা অনেক ভাল। আমি যাদের সঙ্গেই কথা বলেছি, সকলের আমেরিকার পরিকল্পনা ভাল লেগেছে।’’
ট্রাম্পের এই ঘোষণার পর থেকেই বিশ্বজুড়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। তাঁর বক্তব্যের অন্তর্নিহিত উদ্দেশ্য বোঝার চেষ্টা করছে সকলে। সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরশাহি, ইজ়রায়েল— পশ্চিম এশিয়া জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ট্রাম্প-পরিবারের ব্যবসা। একটি আমেরিকান দৈনিকের রিপোর্ট অনুযায়ী, সৌদির ডার আল আরকান-এর সঙ্গে অংশীদারিত্বে ‘ট্রাম্প অর্গানাইজ়েশন’ একাধিক বিলাসবহুল আবাসন, গল্ফ কোর্স, হোটেল তৈরি করছে ওমান, সৌদি আরব ও দুবাইয়ে। সূত্রের খবর, শুধু ওমানের ব্যবসা থেকেই ৭৫ লক্ষ ডলার লাভ করেছে তারা।
ট্রাম্পের প্রাক্তন উপদেষ্টা তথা জামাই জ্যারেড কুশনারেরও আর্থিক বিনিয়োগ রয়েছে এই অঞ্চলে। তিনি বলেছেন, ‘‘সমুদ্রের সামনে গাজ়ার যে জমি— সেটা খুবই মূল্যবান হয়ে উঠতে পারে, মানুষ যদি সদ্ব্যবহার করেন।’’ তাঁর কথায়, ‘‘ওখানের পরিস্থিতি খুবই দুর্ভাগ্যজনক। তবে আমি কিন্তু ইজ়রায়েলের দিক থেকে দেখছি। আমি আমার দিকে পুরোপুরি চেষ্টা করব, লোকজনকে সরিয়ে জায়গা সাফ করতে। তবে প্যালেস্টাইনিদের আর ফিরতে দেওয়া হবে না, এমন কথা বলেনি ইজ়রায়েল।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)