Advertisement
E-Paper

স্বস্তি, ১০০ কোটি পাউন্ডের বিনিময়ে

ডাউনিং স্ট্রিট সূত্রের খবর, ডিইউপি-কনজারভেটিভ সমঝোতার মূল উপাদান— টাকা। চুক্তি হয়েছে, আগামী দু’বছরে টেরেসা সরকারের কাছ থেকে একশো কোটি পাউন্ড বাড়তি অর্থসাহায্য পাবে উত্তর আয়ারল্যান্ড।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ জুন ২০১৭ ০৩:৩৯
পাশে: কনজারভেটিভ নেত্রী টেরেসা মে-র সঙ্গে উত্তর আয়ারল্যান্ডের ডেমোক্র্যাটিক ইউনিয়নিস্ট পার্টির নেত্রী আর্লিন ফস্টার। লন্ডনে। ছবি: এপি।

পাশে: কনজারভেটিভ নেত্রী টেরেসা মে-র সঙ্গে উত্তর আয়ারল্যান্ডের ডেমোক্র্যাটিক ইউনিয়নিস্ট পার্টির নেত্রী আর্লিন ফস্টার। লন্ডনে। ছবি: এপি।

অবশেষে স্বস্তি।

উত্তর আয়ারল্যান্ডের দল ডেমোক্র্যাটিক ইউনিয়নিস্ট পার্টি (ডিইউপি)-র সমর্থন পেলেন কনজারভেটিভ দলনেত্রী টেরেসা মে। ৮ জুনের ভোটে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার থেকে ৯টি ভোট কম পেয়েছিল কনজারভেটিভ পার্টি। আর ডিইউপি পেয়েছিল ১০টি আসন। ফল বেরোনোর দিনই (৯ জুন) মে ঘোষণা করেছিলেন, ডিইউপি-র সঙ্গে হাত মিলিয়ে পার্লামেন্ট দখল করবেন তাঁরা। সেই ঘোষণার ১৭ দিন পরে অবশেষে পাকাপাকি সমঝোতা হলো দু’দলের। আজ ১০ ডাউনিং স্ট্রিটে দু’দলের শীর্ষ নেতাদের মধ্যে বৈঠকের পরে ডিইউপি নেত্রী আর্লিন ফস্টার বলেন, ‘‘পার্লামেন্টে কনজারভেটিভ দলকে সমর্থন করব আমরা।’’ পাশে দাঁড়ানো টেরেসা মে-ও বলেন, ‘‘গোটা দেশের স্বার্থে এই চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বার আমরা হাতমিলিয়ে কাজ করতে পারব।’’

ডাউনিং স্ট্রিট সূত্রের খবর, ডিইউপি-কনজারভেটিভ সমঝোতার মূল উপাদান— টাকা। চুক্তি হয়েছে, আগামী দু’বছরে টেরেসা সরকারের কাছ থেকে একশো কোটি পাউন্ড বাড়তি অর্থসাহায্য পাবে উত্তর আয়ারল্যান্ড। বিনিময়ে ব্রেক্সিট, জাতীয় নিরাপত্তা ও বাজেট, এই তিনটি বিষয়ে পার্লামেন্টে ভোটাভুটির সময়ে কনজারভেটিভ দলকে সমর্থন করবে ডিইউপি। প্রত্যাশিত ভাবেই, ‘সব সিদ্ধান্তেই কনজারভেটিভ দলকে সমর্থন’ এই রকম কোনও চুক্তি দু’দলের মধ্যে হয়নি। কারণ, গর্ভপাত বা সমকামী বিয়ের মতো বিষয়ে দু’দলের মতাদর্শে বিস্তর ফারাক। ভবিষ্যতে কখনও যদি গর্ভপাত বা সমকামী বিয়ের মতো বিষয় নিয়ে পার্লামেন্টে ভোটাভুটি হয়, তা হলে ডিইউপি-র মতো অত্যন্ত কট্টরপন্থী দল কখনওই টেরেসার দলকে সমর্থন করবে না। ব্রিটেনে সমকামী বিয়ে বৈধ, শুধু উত্তর আয়ারল্যান্ড ছাড়া! গর্ভপাত নিয়েও বাকি ব্রিটেনের নিরিখে উত্তর আয়ারল্যান্ডের আইন অনেক বেশি কড়া। ফলে আজকের চুক্তিতে সন্তপর্ণে এই সব বিষয় এড়িয়ে গিয়ে ব্রেক্সিট, জাতীয় নিরাপত্তা বা বাজেটের মতো ‘গুরুত্বপূর্ণ’ বিষয়গুলোই শুধু রাখা হয়েছে।

Theresa May Arlene Foster টেরেসা মে আর্লিন ফস্টার DUP
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy