হাত দিয়ে ভাত মেখে খায়! কী অসভ্য লোক রে বাবা! প্রায় এই ভাষাতেই নিউ ইয়র্কের মেয়র পদপ্রার্থী জ়োহরান মামদানিকে গাল পেড়েছেন রিপাবলিকান কংগ্রেস সদস্য ব্র্যান্ডন গিল। মামদানির একটা পুরনো ভিডিয়ো পোস্ট করে ব্র্যান্ডন লিখেছেন, ‘‘আমেরিকায় সভ্য লোকেরা এ ভাবে খায় না! পশ্চিমি আদবকায়দা রপ্ত করতে না চাইলে তৃতীয় বিশ্বে ফিরে যাও!’’ নেটিজ়েনদের অনেকেই প্রশ্ন করেছেন, ‘‘টাকোস, ফ্রেঞ্চ ফ্রাই, বার্গার খেলে কী ভাবে খান দাদা?’’
ব্র্যান্ডনের ভারতীয় বংশোদ্ভূত স্ত্রী ড্যানিয়েল ডি সুজা স্বামীর সমর্থনে লিখেছেন, ‘‘আমি বরাবর কাঁটাচামচ ব্যবহার করি। আমার বাবার পরিবারের অনেকে ভারতে থাকেন। তাঁরাও খ্রিস্টান এবং তাঁরাও কাঁটাচামচ দিয়ে খান।’’ কিন্তু অনেকেই খুঁজে বার করেছেন ড্যানিয়েলের বাবা দীনেশ ডি সুজার ছবি। দিব্যি হাত দিয়ে খাচ্ছেন! আর এক জন দিয়েছেন ব্র্যান্ডনেরই পিৎজ়া খাওয়ার ছবি। তবে রিপাবলিকান ব্রিগেড হাল ছাড়ছে না। ট্রাম্পের ‘মেক আমেরিকা গ্রেট এগেন’-এর হয়ে কাজ করা লরা লুমার বলেছেন, তাঁর কুকুরও নাকি মামদানির চেয়ে বেশি পরিষ্কার আর সভ্যভব্য!
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)