অনেকদিন ধরে ফাঁদ পেতে ও বহু প্রতীক্ষার পর ফ্লোরিডা থেকে একটি বিশালাকার স্ত্রী পাইথনকে ধরতে সমর্থ হলেন আমেরিকার এক দল গবেষক। পুরুষ সাপের ফাঁদে জড়িয়ে বহু কষ্টে ওই পাইথনটিকে পাকড়াও করেছেন তাঁরা। গবেষকরা জানিয়েছেন, ওই পাইথনটি অনায়াসে একটি পূর্ণ বয়স্ক হরিণকে খেয়ে নিতে পারে।
পাকড়াও হওয়া স্ত্রী পাইথনটি লম্বায় ১৭ ফুট। অর্থাৎ প্রায় একতলা বাড়ির সমান উঁচু। এর ওজন প্রায় ৬৪ কিলোগ্রাম। বিগ সাইপ্রেস ন্যাশনাল প্রিজার্ভের ফেসবুক পোস্ট অনুসারে ফ্লোরিডার দক্ষিণাংশ থেকে যত পাইথন ধরা হয়েছে, এটি তার মধ্য অন্যতম বড়।
গবেষকেরা এই স্ত্রী সাপটিকে খুঁজতে ব্যবহার করেছিলেন আশেপাশের পুরুষ সাপদের! পুরুষ সাপেদের গলায় রেডিও ট্রান্সমিটার পরিয়ে দিতেন তাঁরা। স্ত্রী সাপের সঙ্গে সঙ্গমের কালে বিশালকারসাপগুলির অবস্থান ট্র্যাক করতেন তাঁরা এবং প্রজনন সক্ষম স্ত্রী সাপদের সনাক্ত করতেন।