Advertisement
২৩ এপ্রিল ২০২৪
Nobel Prize 2020

আপনি নোবেল জিতেছেন, মধ্যরাতে ঘুম ভাঙিয়ে জানাতে গেলেন আরেক নোবেলজয়ী

নিরাপত্তা ক্যামেরার সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, স্ত্রীকে সঙ্গে নিয়ে ৮৩ বছরের উইলসন এসে দাঁড়ালেন পলে‌র দরজার সামনে।

নোবেল জয়ের খবর জানাতে পল মিলগ্রমের দরজায় রবার্ট উইলসন। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

নোবেল জয়ের খবর জানাতে পল মিলগ্রমের দরজায় রবার্ট উইলসন। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

সংবাদ সংস্থা
নিউ ইর্য়ক শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২০ ০৯:২০
Share: Save:

অর্থনীতিতে নোবেল জয়ের খবর তাঁর কাছে পৌঁছে দিতে পারেনি কমিটি। মার্কিন অর্থনীতিবিদ পল মিলগ্রমকে সেই খবর জানিয়েছেন তাঁর সহকর্মী এবং আরেক নোবেলজয়ী রবার্ট উইলসন। তাও আবার রাত সওয়া ২টো নাগাদ মিলগ্রমের দরজার ডোরবেল বাজিয়ে। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছে স্ট্যান্ডফোর্ড বিশ্ববিদ্যালয়।

নিরাপত্তা ক্যামেরার সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, স্ত্রীকে সঙ্গে নিয়ে ৮৩ বছরের উইলসন এসে দাঁড়ালেন পলে‌র দরজার সামনে। কলিং বেল বাজিয়ে ডাকলেন পলকে। এর পর নিরাপত্তা ক্যামেরার দিকে তাকিয়ে বললেন, ‘‘পল, আমি বব উইলসন। তুমি নোবেল পুরস্কার জিতেছ। নোবেল কমিটি তোমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও পারেনি।’’ এর পরই উইলসনের স্ত্রী বললেন, ‘‘তোমার ফোন নম্বর আমরা দিয়েছিলাম ওদের।’’ ভিডিয়োতে মিলগ্রমকে বলতে শোনা গেল, ‘‘আমি জিতেছি? দারুণ।’’

স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় জানাচ্ছে, বাড়ির সিসিটিভিতে নোটিফিকেশন পৌঁছেছিল মিলগ্রমের স্ত্রীয়ের ফোনে। তিনি তখন ছিলেন স্টকহলমে। মিলগ্রমকে উইলসনের নোবেল জেতার খবর দেওয়া পুরোটাই শুনেছেন তিনি। দেখুন সেই ভিডিয়ো—

২০২০-র অর্থনীতিতে নোবেলজয়ী উইলসন ও মিলগ্রম দু’জনেই স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। একই এলাকায় থাকেন তাঁরা। নিলামের তত্ত্ব ও কার্যপদ্ধতি ব্যাখ্যাই নয় নোবেলজয়ী দুই অর্থনীতিবিদ নিলামের মাধ্যমে পণ্য-বিপণনের বিকল্প পদ্ধতিও আবিষ্কার করেছেন।

আরও পড়ুন: নিলামের নয়া তত্ত্ব বাতলে অর্থনীতিতে নোবেল দুই মার্কিনের

আরও পড়ুন: ক্ষুধাকে অস্ত্র করার বিরুদ্ধে লড়াই, নোবেল শান্তি পুরস্কার বিশ্ব খাদ্য কর্মসূচির

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE