Advertisement
E-Paper

ট্রাম্পকে স্নোডেন ‘উপহার’ দিতে চলেছে রাশিয়া

সব কিছু ঠিকঠাক থাকলে ডোনাল্ড ট্রাম্পকে একটি গুরুত্বপূর্ণ ‘উপহার’ দিতে চলেছে রাশিয়া। সেই ‘উপহার’এর নাম এডওয়ার্ড স্নোডেন। রাশিয়ার পক্ষ থেকে এখনও এই বিশেষ উপহার সম্পর্কে খোলসা করে কিছু না জানানো হলেও সিআইএ-এফবিআই সূত্রে এমনই জানা যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০১৭ ১২:১৭
ফাইল চিত্র।

ফাইল চিত্র।

সব কিছু ঠিকঠাক থাকলে ডোনাল্ড ট্রাম্পকে একটি গুরুত্বপূর্ণ ‘উপহার’ দিতে চলেছে রাশিয়া। সেই ‘উপহার’এর নাম এডওয়ার্ড স্নোডেন। রাশিয়ার পক্ষ থেকে এখনও এই বিশেষ উপহার সম্পর্কে খোলসা করে কিছু না জানানো হলেও সিআইএ-এফবিআই সূত্রে এমনই জানা যাচ্ছে।

সারা বিশ্বে আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি (এনএসএ)-র হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে শিরোনামে আসেন এডওয়ার্ড স্নোডেন। কিন্তু ২০১৩ সালে এনএসএ-র গোপন তথ্য ফাঁস করায় মার্কিন সরকারের চোখে স্নোডেন আসামী হয়ে যান। তার পর থেকেই তিনি রাশিয়ায় আত্মগোপন করে রয়েছেন। আমেরিকা একাধিক বার স্নোডেনকে ফেরানোর কথা বললেও এতদিন রাশিয়া কোনও উদ্যোগ নেয়নি। অভিযোগ ওঠে, রাশিয়ার গোয়েন্দা বিভাগের হয়ে স্নোডেন কাজ করছেন। তাই তাঁকে রক্ষা করে যাচ্ছে রাশিয়া। তাঁকেই এ বার স্বতঃপ্রণোদিত হয়ে আমেরিকার হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিলেন পুতিন।


তখন এনএসএ-র গুপ্তচর ছিলেন স্নোডেন

তবে স্নোডেনকে আদৌ আমেরিকার কাছে ফিরিয়ে দেওয়ার হবে কি না তা এখনও নিশ্চিত করে জানাতে পারছেন না তাঁর আইনজীবী বেন উইজনার। রাশিয়া এখনও তাঁকে এই বিষয়ে কিছু জানায়নি বলে বেন জানিয়েছেন। তবে আমেরিকার গোয়েন্দা বিভাগ সূত্রে এ খবর সামনে আনার পরই স্নোডেন একটি টুইট করেছেন। তিনি লিখেছেন, ‘‘অবশেষে প্রমাণ হল যে, আমি রাশিয়ার গোয়েন্দা বিভাগের হয়ে কাজ করিনি।’’

প্রথম থেকেই ট্রাম্পের সঙ্গে সখ্যতা বজায় রেখে চলছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। প্রেসিডেন্সিয়াল নির্বাচনে ট্রাম্পকে জেতানোর জন্য রাশিয়ার বিরুদ্ধে হ্যাকিংয়ের অভিযোগও করেছেন অনেকে। কূটনৈতিক মহলের মতে, এ বার স্নোডেনকে হাতিয়ার করে পুতিন আরও বেশি কাছাকাছি আসতে চাইছেন ট্রাম্পের।

আরও পড়ুন: নোটবন্দি: কাজহারাদের জন্য ৫০ হাজার মমতার

Edward Snowden Donald Trump Putin
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy