নিরস্ত্র ইউক্রেনীয় জনতাকে খুন করার অপরাধে রুশ ট্যাঙ্ক রেজিমেন্টের এক সেনার যাবজ্জীবন জেলের সাজা দিল ইউক্রেন। ৮৯ দিনের রুশ-ইউক্রেন যুদ্ধে এই প্রথম কোনও যুদ্ধাপরাধীর বিচার করল ভলোদিমির জেলেনস্কির সরকার।
ইউক্রেনের সংবাদমাধ্যম জানিয়েছে, রুশ বাহিনীর ওই ২১ বছরের সার্জেন্টের নাম ভাদিম শিসিমারিন। তাঁর বিরুদ্ধে উত্তর-পূর্ব ইউক্রেনের সুমি অঞ্চলের একটি গ্রামে এক অসামরিক নাগরিককে মাথায় গুলি করার অভিযোগ প্রমাণিত হয়েছে। ইউক্রেন সেনার পাল্টা হামলার সময় ধরা পড়েন ভাদিম। এর পরেই তাঁর বিরুদ্ধে গ্রামবাসী খুনের অভিযোগ প্রকাশ্যে আসে।