Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Russia-Ukraine War

২ লক্ষ সেনা নিয়ে কিভ দখলের চূড়ান্ত যুদ্ধে নামছে রাশিয়া, দাবি ইউক্রেনের জেনারেলের

জেনারেল ভ্য়ালেরি বলেন, ‘‘রাশিয়ার হামলা প্রতিরোধের ক্ষমতা আমাদের রয়েছে। ৩০০ ট্যাঙ্ক, ৬০০-৭০০ সাঁজোয়া গাড়ি এবং ৫০০টি হাউইৎজার কামান প্রয়োজন। রাশিয়াকে আমরা ভয় পাই না।’’

ইউক্রেন যুদ্ধের বর্ষপূর্তির আগেই কিভ দখলের ছক রুশ বাহিনীর।

ইউক্রেন যুদ্ধের বর্ষপূর্তির আগেই কিভ দখলের ছক রুশ বাহিনীর। ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
কিভ শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২২ ১৫:৩৪
Share: Save:

প্রবল শীত আর তুষারপাতের মধ্যেই যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে প্রায় ২ লক্ষ রুশ সেনা। লক্ষ্য, ইউক্রেনের রাজধানী কিভে ‘ফাইনাল অ্যাসল্ট’!

শুক্রবার ইউক্রেনের তরফে দাবি করা হয়েছে, শীতের মধ্যেই কিভ দখলের লক্ষ্যে নতুন প্রস্তুতি শুরু করেছে রুশ ফৌজ। সেই বাহিনীতে রয়েছে বাছাই করা বেশ কিছু গোলন্দাজ, ট্যাঙ্ক ও সাঁজোয়া ব্যাটেলিয়ন। ইউক্রেন সেনার জেনারেল ভ্যালেরি জ়ালুঝনি একটি ব্রিটিশ সংবাদমাধ্যমকে বলেছেন, ‘‘নতুন বছরের গোড়াতেই কিভ দখলের লড়াইয়ে নামতে কৌশলগত প্রস্তুতি শুরু করেছে প্রায় ২ লক্ষ রুশ সেনা। আগামী ২৪ ফেব্রুয়ারি রুশ হামলার বর্ষপূর্তি। তার আগেই রাজধানী কিভ দখল করতে চায় রাশিয়া।’’

সম্ভাব্য রুশ হামলা মোকাবিলার জন্য আন্তর্জাতিক দুনিয়ার কাছে অস্ত্র ও গোলাবারুদের আবেদন জানিয়েছেন ভ্যালেরি। তিনি বলেন, ‘‘রাশিয়ার হামলা প্রতিরোধের ক্ষমতা আমাদের রয়েছে। ৩০০ ট্যাঙ্ক, ৬০০-৭০০ সাঁজোয়া গাড়ি এবং ৫০০টি হাউইৎজার কামান প্রয়োজন। রাশিয়াকে আমরা ভয় পাই না।’’

ঘটনাচক্রে, বৃহস্পতিবার রাত থেকেই রাজধানী কিভ, দক্ষিণ-পূর্বাঞ্চলের শহর জ়াপোরিজিয়া, দক্ষিণের বন্দর শহর খেরসন-সহ ইউক্রেনের বেশ কিছু অঞ্চলে নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করেছে রাশিয়া। খেরসনে রুশ হামলায় দুই অসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। প্রসঙ্গত, যুদ্ধের গোড়ায় রুশ ফৌজ খেরসনের দখল নিলেন নভেম্বরের গোড়ায় ইউক্রেন সেনার প্রত্যাঘাতে পিছু হটে যেতে হয় তাদের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE