দ্বিপাক্ষিক সমঝোতার শর্ত মেনে যুদ্ধে নিহত ১০০০ ইউক্রেন সেনার দেহ ভলোদিমির জ়েলেনস্কির সরকারের হাতে তুলে দিল রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সহকারী তথা ইউক্রেনের সঙ্গে আলোচনায় অংশগ্রহণকারী দলের নেতা ভ্লাদিমির মেডিনস্কি শুক্রবার তৃতীয় দফায় দেহ বিনিময়ের কথা জানিয়েছেন। সেই সঙ্গে রুশ সংবাদ সংস্থা ‘তাস’-কে তিনি বলেন, ‘‘নিহত ৩১ জন রুশ সেনার দেহ আমরা গ্রহণ করেছি।’’
গত মে এবং জুন মাসে তুরস্কের মধ্যস্থতায় ইস্তানবুলে দু’দফায় বৈঠক করেছিলেন মস্কো এবং কিভের প্রতিনিধিরা। সে সময় ১০০০ জন করে যুদ্ধবন্দি বিনিময়, সমস্ত আহত, অসুস্থ ও ২৫ বছরের কমবয়সী বন্দিদের মুক্তির পাশাপাশি নিহতদের দেহ বিনিময়ে সম্মত হয়েছিল দু’পক্ষ। মেডিনস্কি শুক্রবার বলেন, ‘‘আমরা জুন মাসে প্রথম দফায় ৬০৬০ জন ইউক্রেন সেনার দেহ কিভকে হস্তান্তরিত করেছি। ফিরিয়ে এনেছি ৭৮ জন রুশ সেনার দেহ। জুলাই মাসে দ্বিতীয় দফায় ১০০০ জন ইউক্রেন সেনার দেহ ফেরত দিয়ে আমাদের ১৯ জন সৈনিকের দেহ নিয়ে এসেছি।’’
আরও পড়ুন:
সেনাদের পাশাপাশি যুদ্ধ পরিস্থিতিতে নিহত কয়েক জন অসামরিক নাগরিকদের দেহও ইউক্রেনকে ফেরত দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মেডিনস্কি। নিহত সেনার দেহের সংখ্যার নিরিখে রুশ ক্ষয়ক্ষতি অনেক কম বলে মনে হলেও আদতে তা নয় বলে পশ্চিমী সামরিক পর্যবেক্ষণ সংস্থাগুলির একাংশের দাবি। তাদের অভিযোগ, কিভের প্রত্যাঘাতে নিহত রুশ সেনাদের একাংশের দেহ গোপন যুদ্ধক্ষেত্রেই পুড়িয়ে ফেলছে পুতিনের ফৌজ। এই উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে ‘ফারার চেম্বার’ যুক্ত বিশেষ প্রযুক্তিতে তৈরি ট্রাক। ইতিমধ্যেই রুশ সেনার সেই ‘চলমান শ্মশানে’র ছবি নানা পশ্চিমি সংবাদমাধ্যম প্রকাশ করেছে।