Advertisement
০১ মে ২০২৪
Russia-Ukraine War

নেটোয় কি ঠাঁই কিভের, হামলা ক্ষুব্ধ রাশিয়ার

কিভের দাবি, নেটোর ওই বৈঠকের ঠিক আগে, সোমবার গভীর রাতে ইউক্রেনের বুকে আকাশপথে হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের সেনা সূত্রের খবর, এই নিয়ে জুলাইয়ে দ্বিতীয় বার আক্রমণ করল রাশিয়া।

An image of Fire

—প্রতীকী চিত্র।

সংবাদ সংস্থা
কিভ শেষ আপডেট: ১২ জুলাই ২০২৩ ০৫:১১
Share: Save:

তুরস্ক রাজি হওয়ায় নেটোয় ৩২তম দেশ হিসেবে যোগ দেওয়ার ক্ষেত্রে আর বাধা রইল না সুইডেনের। প্রশ্ন উঠছে, একই পথ ধরে আগামী দিনে কি ইউক্রেনও নেটোয় যোদ দিতে পারবে? আজ লিথুয়ানিয়ার ভিলনিয়াসে নেটোর বৈঠক হওয়ার কথা। সেখানে রুশ আগ্রাসনের বিষয়ে সদস্য দেশগুলি আলোচনা করবে বলেই জানা গিয়েছে। সেই মঞ্চেই কিভের নেটোয় অন্তর্ভুক্তির বিষয়টি আলোচনা হতে পারে বলে বিভিন্ন সূত্রের দাবি।

তবে বিষয়টি মোটেই ভাল চোখে দেখছে না রাশিয়া। প্রথম থেকেই তারা ইউক্রেনের নেটোয় যোগ দেওয়ার বিরুদ্ধে। মঙ্গলবারের বৈঠকে যে তেমন কিছু নিয়ে আলোচনা হতে পারে সেই আঁচ দিয়েছে মস্কোও। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ আজ বলেছেন, ‘‘রাশিয়াকে শত্রু হিসেবে দেখা হচ্ছে। নেটোর বৈঠকে রাশিয়া বিরোধী আলোচনা হতে চলেছে। তবে এ বিষয়ে আমরা কড়া নজর রাখছি।’’

কিভের দাবি, নেটোর ওই বৈঠকের ঠিক আগে, সোমবার গভীর রাতে ইউক্রেনের বুকে আকাশপথে হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের সেনা সূত্রের খবর, এই নিয়ে জুলাইয়ে দ্বিতীয় বার আক্রমণ করল রাশিয়া। এ দিন কিভে প্রায় এক ঘণ্টা ও পূর্ব ইউক্রেনে তারও বেশি সময় ধরে হামলা চলেছে। মূলত ইরানে তৈরি ড্রোন জাতীয় শাহেদ ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। তবে ক্ষেপণাস্ত্রগুলি রুখে দেওয়ায় হতাহতের ঘটনা ঘটেনি।

হামলার নিন্দা করে মঙ্গলবার নেটোর বৈঠকে ইউক্রেনকে আরও সামরিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁ। প্রায় ২৫০ কিলোমিটার উড়ে গিয়ে আঘাত হানতে সক্ষম, এমন ক্ষেপণাস্ত্র দিয়ে কিভকেসাহায্য করবে ফ্রান্স।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE