পূর্ব ইউক্রেনের ডনবাসের (পূর্ব ইউক্রেনের ডনেৎস্ক এবং লুহানস্ক অঞ্চলকে একত্রে এই নামে ডাকা হয়) নতুন একটি শহর দখলের দাবি করল রাশিয়া। সেই সঙ্গে মস্কোর দাবি, গত ২৪ ঘণ্টার সামরিক অভিযানে ইউক্রেনের অন্তত ১২৮০ জন সেনার মৃত্যু হয়েছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রকের বিবৃতিতে দাবি করা হয়েছে, ডনেৎস্ক এলাকার গুরুত্বপূর্ণ জনপদ টলস্টয় মুক্ত করেছে তাদের সেনা। সে দেশের সংবাদমাধ্যম ‘তাস’ জানিয়েছে, কিন্ঝল হাইপারসনিক (শব্দের চেয়ে পাঁচ গুণ গতিবেগ সম্পন্ন) ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলাতেই এই সাফল্য মিলেছে। মঙ্গলবার রাত থেকে রাজধানী কিভ-সহ ইউক্রেনের অন্য কয়েকটি বড় শহরেও দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রুশ সেনা।
ইউক্রেন ভূখণ্ডের অংশ হলেও ডনবাসের সংখ্যাগরিষ্ঠ বাসিন্দাই জাতিগত ভাবে রুশ। তাঁদের তৈরি মিলিশিয়া গোষ্ঠীগুলির সক্রিয় ভাবে মস্কোর পক্ষে লড়াই করছে সেখানে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনওই অঞ্চলকে পৃথক প্রজাতন্ত্র হিসেবেও ঘোষণা করেছিলেন দু’বছর আগে। গত কয়েক মাস ধরেই ডনবাস অঞ্চলে সক্রিয় মস্কো-পন্থী মিলিশিয়া গোষ্ঠীগুলির সহায়তায় ইউক্রেন ফৌজের অবস্থানের উপর আকাশ ও স্থলপথে ধারাবাহিক হামলা চালাচ্ছে পুতিনের সেনা। পাশাপাশি, ধারাবাহিক ভাবে চলছে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা। ডনবাসের পতন হলে ইউক্রেনের অন্যতম বড় শহর বাখমুট কার্যত রুশ ফৌজের ঘেরাটোপে পড়ে যাবে।