Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Mosquito

Viral: ‘মশার ঘূর্ণিঝড়’-এ নাজেহাল রাশিয়ার কামচাটকা! ভিডিয়ো ভাইরাল

ছবি সৌজন্য টুইটার।

ছবি সৌজন্য টুইটার।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২১ জুলাই ২০২১ ২১:০৫
Share: Save:

অনেক রকম ঝড় তো দেখেছেন। কিন্তু কখনও মশার ঘূর্ণিঝড় দেখেছেন কখনও? তেমনই ঝড়ের সাক্ষী থাকল রাশিয়ার কামচাটকা।

সেখানকার বাসিন্দারা প্রথমে ভেবেছিলেন ঝোড়ো হাওয়ায় রাস্তার ধুলো উড়ছে। কিন্তু ভাল ভাবে লক্ষ্য করতেই তাঁরা দেখেন, ধুলো নয়, কোটি কোটি মশার পাল পাক খাচ্ছে আকাশে। অনেকটা টর্নেডোর মতো।

ওই এলাকায় আকাশের একটা বিশাল অংশ জুড়ে ছেয়ে গিয়েছিল মশায়। সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে নেটমাধ্যমে।

তবে দ্য সাইবেরিয়ান টাইমস-এ প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, এখন মশাদের প্রজননের মরশুম। তাই পুরুষ এবং স্ত্রী মশারা ঝাঁকে ঝাঁকে ওড়া শুরু করে। স্ত্রী মশাদের ঘিরে পুরুষ মশারা ঘুরতে থাকে। তাই দূর থেকে অনেকটা টর্নেডোর মতো মনে হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Russia Mosquito
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE