Advertisement
১১ মে ২০২৪
Salman Rushdie

প্রকাশিত হচ্ছে নতুন বই, থাকবেন না রুশদি

রুশদির সাহিত্য-প্রতিনিধি ওয়াইলি জানিয়েছেন, সেই হামলার আগেই বুকারজয়ী লেখকের ‘ভিক্ট্রি সিটি’ লেখা সম্পূর্ণ হয়ে গিয়েছিল।

A Photograph of Salman Rushdie

সলমন রুশদি। ফাইল ছবি।

সংবাদ সংস্থা
নিউ ইয়র্ক শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৩ ০৮:১১
Share: Save:

আগামী ৯ ফেব্রুয়ারি প্রকাশিত হবে সলমন রুশদির নতুন উপন্যাস ‘ভিক্ট্রি সিটি’। কিন্তু সেই বইয়ের প্রচার-অনুষ্ঠানে সশরীর উপস্থিত থাকবেন না লেখক, আজ জানিয়েছেন তাঁর সাহিত্য প্রতিনিধি অ্যান্ড্রু ওয়াইলি। লেখকের উপরে ফের হামলা হতে পারে, সেই আশঙ্কা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ওয়াইলি জানিয়েছেন।

গত বছর অগস্টে নিউ ইয়র্কের এক অনুষ্ঠানে মঞ্চের উপরেই ছুরি নিয়ে রুশদির উপরে ঝাঁপিয়ে পড়েছিল হাদি মাটার নামে ২৪ বছর বয়সি এক যুবক। রুশদির মুখে, গলায়, বুকে ও পেটে উপর্যুপরি ছুরি মারে সে। গুরুতর জখম অবস্থায় ৭৫ বছর বয়সি লেখককে হাসপাতালে ভর্তি করা হয়। আশঙ্কা করা হচ্ছিল, হয়তো বাঁচানোই যাবে না ভারতীয় বংশোদ্ভূত রুশদিকে। হাসপাতালে তাঁর ঘরের সামনে ২৪ ঘণ্টা নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হয়েছিল। আপাতত সুস্থ প্রবীণ লেখক। তবে একটি চোখ খুইয়েছেন।

রুশদির সাহিত্য-প্রতিনিধি ওয়াইলি জানিয়েছেন, সেই হামলার আগেই বুকারজয়ী লেখকের ‘ভিক্ট্রি সিটি’ লেখা সম্পূর্ণ হয়ে গিয়েছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Salman Rushdie Novelist
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE