হাইতিতে একটি সমাবেশে দুষ্কৃতীদের হামলায় ১০ জন নিহত হয়েছেন। গত কাল পোর্ত-ও-প্রিন্সের কানান এলাকায় ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় আহত হয়েছেন অনেকে।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, শনিবার কানান এলাকায় একটি প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছিলেন এক ধর্মযাজক। মূলত অপরাধের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপের দাবিতে আয়োজন করা হয়েছিল এই সমাবেশটি। তবে তা চলাকালীন আচমকা তাঁদের উপরে হামলা চালায় এক দল দুষ্কৃতী। এলোপাথাড়ি গুলি চালায় তারা। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিয়োতে দেখা যায়, গুলিতে আহত হয় লুটিয়ে পড়ছেন অনেকে। সমাবেশটির আয়োজকের আশঙ্কা, হামলা চালানোর পাশাপাশি, বেশ কিছু জনকে অপহরণও করে থাকতে পারে ওই দুষ্কৃতীর দল।
যে হেতু অনেকে গুরুতর ভাবে আহত হয়েছেন, তাই মৃত্যুর সংখ্যা বাড়তে পারে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)