লাইনচ্যুত হল জার্মানির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি ট্রেন। জানা গিয়েছে, ওই ট্রেনে প্রায় ১০০ জন যাত্রী ছিলেন। এই দুর্ঘটনায় অন্তত তিন জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন বহু।
রবিবার সে দেশের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১০ নাগাদ ব্যাডেন-উয়ের্টেমবুর্গের রিডলিংগেন শহরের কাছে আচমকা যাত্রিবাহী ট্রেনটি লাইনচ্যুত হয়। বেলাইন হয় দু’টি কামরা। কী কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে তা এখনও স্পষ্ট নয়।
জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মের্জ জানান, ট্রেন দুর্ঘটনার খবরটি অত্যন্ত দুঃখজনক। তিনি এক্স হ্যান্ডলে লেখেন, “মৃত ব্যক্তিদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।” ফ্রেডরিখ আরও বলেন, “আমি এ বিষয়ে পরিবহণমন্ত্রী এবং অন্য মন্ত্রীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি।” ইতিমধ্যেই জরুরি পরিষেবা দল উদ্ধারকাজ শুরু করে দিয়েছে। যাত্রীদের নিরাপদ জায়গায় দ্রুত সরানোর ব্যবস্থা করা হচ্ছে।
আরও পড়ুন:
পুলিশ জানায়, সিগমারিংগেন ও উলমের মাঝে দুর্ঘটনাটি ঘটে। এখনও পর্যন্ত অন্তত তিন জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বহু। প্রাথমিক অনুমান, প্রাকৃতিক দুর্যোগের জন্য এই লাইনচ্যুতর হওয়ার ঘটনা ঘটতে পারে। লাইনের পাশে গাছ পড়ে রয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
রেল সূত্রে খবর, রিডলিংগেনের এই দুর্ঘটনাটি ঠিক কী কারণে হয়েছে তা এখনও পরিষ্কার নয়। তবে এলাকায় বেশ কিছু ক্ষণ আগে ঝড় হয়েছিল বলে জানা গিয়েছে। সেই কারণে ট্রেনটি লাইনচ্যুত হল কি না তা খতিয়ে দেখা হবে।