ঘটনাস্থলে ঘিরে রেখেছে পুলিশ। চলছে উদ্ধার কাজ। ছবি : টুইটার থেকে।
আবার বন্দুকবাজের হামলা আমেরিকায়। এ বার খাস ওয়াশিংটন ডিসিতেই। আমেরিকার প্রশাসনিক কেন্দ্র ওয়াশিংটনে কড়া নিরাপত্তার মধ্যেই আচমকা গুলি চলল রবিবার রাতে। পথচারীদের ভিড় লক্ষ্য করে গুলি চালান বন্দুকবাজ। পরে ঘটনাস্থলে এসে পৌঁছনো পুলিশ কর্তারাও আক্রান্ত হন।
ওয়াশিংটনে স্থানীয় সময় রাত ১০টা (ভারতীয় সময় পৌনে ৭টা) নাগাদ ঘটনাটি ঘটে বলে অনুমান। কারণ ওই সময়েই একটি টুইট করে এ বিষয়ে জানায় ওয়াশিংটন ডিসির পুলিশ বিভাগ। তারা লিখেছে, ঘটনাটি ঘটেছে নর্থওয়েস্ট ওয়াশিংটনে। পুলিশ এলাকায় পৌঁছে গিয়েছে। তবে বহু মানুষের গুলি লেগেছে। গুলি লেগেছে বেশ কয়েক জন পুলিশকর্মীরও।
পুলিশ সূত্রে খবর এই ঘটনাটি যেখানে ঘটে তার অনতিদূরেই চলছিল একটি কনসার্ট। স্থানীয় অনুষ্ঠান ‘মোচেলা’ পালন করছিলেন এলাকার মানুষ। ভিড় ছিল রাস্তায়। এরই মধ্যে গুলি চলে। তবে কে বা কারা গুলি চালিয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
ওয়াশিংটনের মেট্রোপলিটান পুলিশ ডিপার্টমেন্টের তরফে জানানো হয়েছে, পুলিশ গোটা এলাকাটি ঘিরে ফেলেছে। বন্দুক হামলায় ১৫ বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে। এক পুলিশ অফিসার-সহ দু’জন সাধারণ নাগরিক আশঙ্কাজনক বলে পুলিশ সূত্রে খবর।
Developing: Multiple people have been shot including an officer, at 14th and U St in Washington, DC, according to authorities pic.twitter.com/ls1oQCCqSz
— philip lewis (@Phil_Lewis_) June 20, 2022
MPD is responding to the area of 14th and U Street, NW, for a shooting incident in which multiple people have been shot, including an MPD officer. Media staging at 15th and U Street, NW. Chief Contee to provide a media briefing.
— DC Police Department (@DCPoliceDept) June 20, 2022
উল্লেখ্য, গত দেড় মাসে একের পর এক বন্দুকবাজের হামলার ঘটনা ঘটেছে আমেরিকায়। মে মাসে টেক্সাসের বন্দুক হামলায় ২৩ জনের মৃত্যু হয়। তার পরে আমেরিকার বন্দুক নীতি আরও কঠোর করার দাবি ওঠে। কিন্তু আমেরিকার আইনসভার সদস্যরা এ পর্যন্ত বন্দুক নীতি কঠোর করার সিদ্ধান্তে এক মত হতে পারেননি।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy