Advertisement
E-Paper

বিপুল ভোটে জিতে নওয়াজের গদিতে বসলেন আব্বাসি

আব্বাসির জয়ের খবরে ন্যাশনাল অ্যাসেমব্লিতে খুশিতে ফেটে পড়েন নওয়াজের সমর্থকেরা। পোস্টার নিয়ে অ্যাসেমব্লি কক্ষে স্লোগান দিতে থাকেন নওয়াজের দলের নেতারা।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ অগস্ট ২০১৭ ২০:৩২
ন্যাশনাল অ্যাসেমব্লিতে ভোটাভুটিতে বড় ব্যবধানে জিতলেন শাহিদ খকন আব্বাসি। ছবি: এএফপি।

ন্যাশনাল অ্যাসেমব্লিতে ভোটাভুটিতে বড় ব্যবধানে জিতলেন শাহিদ খকন আব্বাসি। ছবি: এএফপি।

পাকিস্তানের ‌অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী হলেন শাহিদ খকন আব্বাসি। মঙ্গলবার দুপুরে ন্যাশনাল অ্যাসেমব্লিতে ভোটাভুটিতে বড় ব্যবধানে জিতলেন তিনি।

পাক পার্লামেন্টের নিম্নকক্ষের মোট ৩৪২টি ভোটের মধ্যে ২২১টি ভোটই পান আব্বাসি। আব্বাসির পর পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)-র প্রার্থী নাভিদ কমর পেয়েছেন ৪৭টি ভোট। অন্য দিকে, ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের শেখ রশিদ আহমেদ ৩৩টি ভোট পান। কেবলমাত্র ৪টি ভোট মিলেছে জামাত-ই-ইসলামি দলের সাহেবজাদা তারিকুল্লার।

আরও পড়ুন

চিনকে ভাঙার চেষ্টা মেনে নেব না, ফের হুঙ্কার শি চিনফিং-এর

পানামা কেলেঙ্কারিতে জড়িত থাকায় গত শুক্রবার নওয়াজ শরিফকে প্রধানমন্ত্রী পদ থেকে বরখাস্ত করে পাকিস্তানের সুপ্রিম কোর্ট। এর পর ইস্তফা দিতে বাধ্য হন তিনি। তাঁর জায়গায় অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে আব্বাসির নাম ঘোষণা করে তাঁর দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)।

নওয়াজের পর তাঁর ভাই ও পঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফের প্রধানমন্ত্রী হওয়াটা এক রকম নিশ্চিত। তবে তিনি ন্যাশনাল অ্যাসেমব্লি-র নির্বাচিত সদস্য নন। ফলে ভোটে জিতে প্রধানমন্ত্রী না হওয়া পর্যন্ত আগামী ৪৫ দিন ক্ষমতায় থাকবেন আব্বাসিই।

আরও পড়ুন

ডোকলাম: পশ্চিমী মিডিয়া পক্ষপাতদুষ্ট, বলল চিন

এ দিন আব্বাসির জয়ের খবরে ন্যাশনাল অ্যাসেমব্লিতে খুশিতে ফেটে পড়েন নওয়াজের সমর্থকেরা। পোস্টার নিয়ে অ্যাসেমব্লি কক্ষে স্লোগান দিতে থাকেন নওয়াজের দলের নেতারা। ওই হইহট্টগোলের মধ্যেই আব্বাসিকে প্রধানমন্ত্রীর আসনে বসতে বলে তাঁকে ভাষণ দিতে আহ্বান জানান স্পিকার আয়াজ সাদিক।

আব্বাসিকে এর পরে আনুষ্ঠানিক ভাবে শপথ নেওয়াবেন প্রেসিডেন্ট।

Shahid Khaqan Abbasi Nawaz Sharif Pakistan Election Pakistan শাহিদ খকন আব্বাসি নওয়াজ শরিফ পাকিস্তান
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy