Advertisement
১৭ জুন ২০২৪

কুকুর কেটে গবেষণা চিনের স্কুলে!

ছাদে সারি সারি পড়ে রয়েছে কুকুরের মৃতদেহ। কেউ আবার তার মধ্যেই জীবিত অবস্থায় শুয়ে মৃত্যুর দিন গুনছে। কোনও কুকুরের মুখে ব্যান্ডেজ। কারও আবার শরীর থেকে রক্ত ঝরছে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৫ ০৯:১২
Share: Save:

ছাদে সারি সারি পড়ে রয়েছে কুকুরের মৃতদেহ। কেউ আবার তার মধ্যেই জীবিত অবস্থায় শুয়ে মৃত্যুর দিন গুনছে। কোনও কুকুরের মুখে ব্যান্ডেজ। কারও আবার শরীর থেকে রক্ত ঝরছে। উত্তর-পশ্চিম চিনের জিয়ান সিটিতে এক মেডিক্যাল স্কুলের এমন ছবি সম্প্রতি চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দুনিয়ায়। জানা গিয়েছে, কুকুরের শরীর কেটে জীববিদ্যার গবেষণা চালাচ্ছিলেন ওখানকার শিক্ষক ও পড়ুয়ারা। জিয়ানের এক পশু প্রেমী সংস্থার পোস্ট করা ভিডিও থেকেই এই ঘটনার খবর পাওয়া যায়।

ওই ভিডিওতেই দেখি গিয়েছে ভবিষ্যতে পরীক্ষা চালানোর জন্য বাঁধা রয়েছে আরও ১৯ টি কুকুর। যে বিশ্ববিদ্যালয়ের অধীনে স্কুলটির রেজিস্ট্রেশন তাদের তরফে জানানো হয়েছে, ব্যাঙ বা খরগোশ নিয়ে গবেষণার অনুমতি থাকলেও কুকুর নিয়ে গবেষণা চালানোর কোনও অনুমতি নেই ওই মেডিক্যাল স্কুলের। স্কুল কর্তৃপক্ষ তাদের সোশাল পেজে নিজেদের ভুল স্বীকার করে নিয়েছে। আপাতত সব ধরনের গবেষণাই বন্ধ রয়েছে বলে জানিয়েছে তারা।

দেখুন সেই ভিডিও

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

dog china medical school university
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE