Advertisement
২৫ এপ্রিল ২০২৪

পুলিশ-জঙ্গি মুখোমুখি সংঘর্ষ, আতঙ্কে প্যারিস

ফের সংঘর্ষ প্যারিসে। ফ্রান্সের রাজধানীর উত্তর শহরতলিতে বুধবার প্রবল গুলিবিনিময়ের খবর পাওয়া গিয়েছে। জঙ্গিদের গুলিতে নিহত হয়েছেন এক পুলিশ কর্মী। খবর প্রকাশ্যে আসতেই আতঙ্ক ছড়িয়েছে গোটা প্যারিসে। সেনাবাহিনীকে ঘটনাস্থলে পাঠিয়েছে ফরাসি সরকার।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০১৫ ১১:১২
Share: Save:

ফের সংঘর্ষ প্যারিসে। ফ্রান্সের রাজধানীর উত্তর শহরতলিতে বুধবার প্রবল গুলিবিনিময়ের খবর পাওয়া গিয়েছে। জঙ্গিদের গুলিতে নিহত হয়েছেন এক পুলিশ কর্মী। খবর প্রকাশ্যে আসতেই আতঙ্ক ছড়িয়েছে গোটা প্যারিসে। সেনাবাহিনীকে ঘটনাস্থলে পাঠিয়েছে ফরাসি সরকার।

ফ্রান্সের ইতিহাসে ভয়াবহতম জঙ্গিহানার পর পাঁচ দিন কেটেছে মাত্র। এর মধ্যেই ফের জঙ্গি গতিবিধির মুখে প্যারিস। জঙ্গিহানার পর থেকেই জরুরি অবস্থা জারি রয়েছে গোটা ফ্রান্সে। প্যারিস ও লাগোয়া এলাকায় পুলিশ এবং সেনাবাহিনী জোর তল্লাশি চালাচ্ছে জঙ্গি হামলার ষড়যন্ত্রীদের খোঁজে। সূত্রের খবর, বুধবার প্যারিসের উত্তর শহরতলিতে সে রকমই একটি অভিযান চালাচ্ছিল পুলিশ। সেন্ট ডেনিস এলাকায় একটি বাড়িতে কয়েকজন সন্দেহভাজনের লুকিয়ে থাকার খবর পেয়ে বাড়ি ঘিরে ফেলে পুলিশ। আচমকা পুলিশকে লক্ষ্য করে গুলিবৃষ্টি শুরু হয় সেই বাড়িটির ভিতর থেকে। প্রথমে হকচকিয়ে গেলেও ধাক্কা সামলে পাল্টা গুলি চালাতে শুরু করে পুলিশ। লড়াই শুরু হতেই এলাকা ছেড়ে পালাতে শুরু করেন স্থানীয় মানুষ। বড় জঙ্গিহানা হয়েছে বলে জল্পনা শুরু হয় গোটা প্যারিসে। পুলিশ স্থানীয়দের সরিয়ে নিয়ে যায় টাউন হলে। দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হন দুই পুলিশকর্মী। তাঁদের মধ্যে এক জনের মৃত্যু হয় ঘটনাস্থলেই। তবে শেষ পর্যন্ত হামলাকারীরা আত্মসমর্পনে বাধ্য হয়। পুলিশ তিন জনকে গ্রেফতার করেছে।

ধৃতদের পরিচয় সম্পর্কে ফরাসি সরকার এখনও বিশদে কিছু জানায়নি। প্যারিস হামলার চক্রান্তে তারা জড়িত বলে খবর পেয়েই পুলিশ সেন্ট ডেনিসে তাদের আস্তানায় অভিযান চালায় বলে জানা গিয়েছে। তবে যেভাবে পুলিশের উপর এই সন্দেহভাজনরা পাল্টা হামলা চালিয়েছে, তাতে পরিস্থিতির রং পুরোপুরি বদলে গিয়েছে। প্যারিস জুড়ে নিরাপত্তা আরও নিশ্ছিদ্র করে গোটা শহরে তল্লাশি অভিযান আরও তীব্র করা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Paris Shoot out Police Terrorist
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE