Advertisement
E-Paper

একটি মাত্র ছবি, বদলে দিল ‘সিঙ্গল মাদার’-এর জীবন

গত বছর হঠাৎ ব্রিটিশ রাজপরিবারের সদস্য কেট, উইলিয়াম, মেগান ও হ্যারির এক সঙ্গে থাকা অবস্থায় একটি ছবি তুলে ফেলেন কারেন। সানড্রিনগামে বাৎসরিক ক্রিসমাস ডে-র পার্টিতে একত্রিত হয়েছিলেন রাজপরিবারের দম্পতিরা। সেখানেই একেবারে আচমকাই এই ছবিটি তুলে ফেলেন কারেন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০১৮ ১৯:১৩
এই ছবি তুলেই লাখপতি কারেন।

এই ছবি তুলেই লাখপতি কারেন।

৪০ বছরের কারেন আনভিল। মেয়ে রাচেলকে বড় করবার পাশাপাশি সংসার চালাতে ‘সিঙ্গল মাদার’ কারেনকে যথেষ্ট পরিশ্রম করতে হত। কিন্তু একটি মাত্র ছবি যে তাঁর জীবনটাকেই এ ভাবে বদলে দেবে, স্বপ্নেও হয়তো ভাবেননি তিনি।

গত বছর হঠাৎ ব্রিটিশ রাজপরিবারের সদস্য কেট, উইলিয়াম, মেগানহ্যারির এক সঙ্গে থাকা অবস্থায় একটি ছবি তুলে ফেলেন কারেন। সানড্রিনগামে বাৎসরিক ক্রিসমাস ডে-র পার্টিতে একত্রিত হয়েছিলেন রাজপরিবারের দম্পতিরা। সেখানেই একেবারে আচমকাই এই ছবিটি তুলে ফেলেন কারেন।

কিন্তু এই ছবিটিই যে হঠাৎ ‘লটারি’ জেতার মতো ঘটনা হয়ে দাঁড়াবে, ভাবতেও পারেননি তিনি। কারেন জানান, ছবি তোলার দিনেই বিকেলের মধ্যে প্রায় ৫০টি দেশের ম্যাগাজিন, সংবাদপত্র ও নিউজ চ্যানেল থেকে চাওয়া হয় ছবিটি। কারেন এখনও অবধি প্রায় ৪০ হাজার পাউন্ড (ভারতীয় মুদ্রায় প্রায় ৩৫ লক্ষ ৫০ হাজার টাকা) উপার্জন করেছেন এই ছবিটির স্বত্ব বিক্রি করে।

এখন আর ঘর সাজানো বা মেয়েকে নিয়ে শপিংয়ে যেতে গেলে ভাবতে হয় না কারেনকে। এমনকি রাচেলকে নিয়ে তাঁর ১৮ বছরের জন্মদিনে প্রথম বারের জন্য বিদেশ সফরও করেছেন তিনি।

তবে সব থেকে বড় স্বীকৃতিটা পেয়েছেন হয়তো প্রিন্স হ্যারির কাছ থেকেই। তাঁর এই ছবিটির যথেষ্ট প্রশংসা করেছেন স্বয়ং প্রিন্স হ্যারি।

আরও পড়ুন: নিজের পারলৌকিক কাজে অংশগ্রহণের জন্য টিকিট বিক্রি করলেন ইনি!

আরও পড়ুন: টানেলের ছাদে ধাক্কা খেয়ে আছড়ে পড়ল গাড়ি! দেখলে শিউরে উঠবেন

Prince Harry Prince William Meghan Markle Christmas Royal Family Single Mum Kate Middleton
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy