Advertisement
১৭ মে ২০২৪
International news

আফগানিস্তানে অপহৃত ৭ ভারতীয় ইঞ্জিনিয়ার, সন্দেহ তালিবানদের

আফগানিস্তানের বাগলান প্রদেশে একটি ইলেক্ট্রিক সাব স্টেশন তৈরির কাজ করছিল এই সংস্থা।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
কাবুল শেষ আপডেট: ০৬ মে ২০১৮ ১৬:২৮
Share: Save:

আফগানিস্তানে অজ্ঞাত পরিচয় সশস্ত্র দুষ্কৃতীরা অপহরণ করল সাত জন ভারতীয় ই়়ঞ্জিনিয়ারকে। দ্য আফগানিস্তান ব্রেসনা শেরকাট নামে একটি নির্মাণ সংস্থার কর্মী এঁরা। রবিবার সকালে এঁদের অপহরণ করা হয় বলে জানা গিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর। আফগানিস্তানের বাগলান প্রদেশে একটি ইলেক্ট্রিক সাব স্টেশন তৈরির কাজ করছিল এই সংস্থাটি।

“এদিন সকালে একটি সরকারি পাওয়ার সাব স্টেশনে বাসে চেপে যাচ্ছিলেন ওই ভারতীয় ইঞ্জিনিয়াররা। পথে বাগ-এ-সামল নামে একটি গ্রামের কাছে কয়েকজন বন্দুকধারী বাস আটকায়। গাড়ির চালক এবং সাত জন ভারতীয়কে সেখান থেকেই অপহরণ করা হয়”— সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছেন বাগলান পুলিশের মুখপত্র জাবিউল্লা সুজা।

কাবুলে ভারতীয় দূতাবাসের আধিকারিকরাও অপহরণের ঘটনার সত্যতা স্বীকার করেছেন। দূতাবাসের পক্ষ থেকে ইঞ্জিনিয়ারদের মুক্ত করার সব রকম চেষ্টা চালানো হচ্ছে বলে জানানো হয়েছে। এখনও কোনও সংগঠন অপহরণের দায় স্বীকার করেনি। মুক্তিপণ চেয়ে কোনও যোগাযোগও করেনি অপহরণকারীরা। যদিও আফগান পুলিশের ইঙ্গিত, ঘটনার পিছনে রয়েছে তালিবান মদতপুষ্ট কোনও সংগঠন। প্রায় দেড়শো জন ভারতীয় ইঞ্জিনিয়ার এবং প্রযুক্তিবিদ আফগানিস্থানের বিভিন্ন প্রান্তে কর্মরত।

আরও পড়ুন: ‘ভোটে জেতালে স্মার্টফোন দেব’ বলে বিতর্কে মুকুল রায়

আরও পড়ুন: নেশা ছাড়ানোর ওষুধেই দেদার নেশা চলছে গ্রামবাংলায়

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE