২০২৩ সালের ৭ অক্টোবরের পরে ২০২৫-এর ৮ সেপ্টেম্বর। ঠিক ২৩ মাসের ব্যবধানে ইজ়রায়েলি ভূখণ্ডে ঢুকে হামলা চালাল প্যালেস্টাইনি জঙ্গিরা! সোমবার দুপুরে রাজধানী জ়েরুসালেমে দুই জঙ্গির এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হয়েছে অন্তত ছ’জনের। আহতের সংখ্যা ১৫। পাল্টা গুলিতে নিহত হয়েছেন দুই হামলাকারীও।
ওই দুই বন্দুকবাজ প্যালেস্টাইনি বলে জানিয়েছে ইজ়রায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার। জেরুসালেম পুলিশের দাবি, সোমবার দুপুরে একটি গাড়িতে করে এসে রাজধানী শহরের উত্তর প্রান্তের রামোট জংশনে একটি বাস স্টপের দিকে গুলি চালায়। ঘটনাস্থলেই নিহত হন পাঁচ পুরুষ এবং এক মহিলা। কর্তব্যরত এক সেনা এবং এক জন অস্ত্রধারী অসামরিক পথচারী পাল্টা গুলি চালালে দুই হামলাকারীও নিহত হন।
আরও পড়ুন:
সোমবারের হামলার নেপথ্যে হামাস না কি অন্য কোনও জঙ্গি সংগঠন রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। কোনও জঙ্গিগোষ্ঠী ঘটনার দায় স্বীকার করেন। পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে। গাজ়ার পাশাপাশি সম্প্রতি জেরুসালেম লাগোয়া প্যালেস্টাইনি উপনিবেশ ওয়েস্ট ব্যাঙ্কে ইহুদি বসতি সম্প্রসারণের কাজ শুরু করেছে নেতানিয়াহু সরকার। তার প্রতিক্রিয়ার এই হামলা হতে পারে বলে মনে করছেন অনেকে। প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর ইজ়রায়েলে ঢুকে হামলা চালিয়েছিল হামাস। সেই হামলায় ১২১৮ জনের মৃত্যু হয়েছিল। আড়াইশো জনেরও বেশি ইজ়রায়েলিকে অপহরণ করেছিল হামাস। তাঁদের মধ্যে প্রায় ৫০ জন এখনও পণবন্দি কিংবা নিহত। বাকিদের মুক্তি দিয়েছে হামাস।