Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Coronavirus deaths

ব্রিটেনে ভারতীয়দের করোনায় মৃতের সংখ্যা ঊর্ধ্বমুখী, আশঙ্কায় প্রবাসীরা

করোনার তাণ্ডবে ব্রিটেনে মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে গিয়েছে। কিন্তু সরকারি ওই হিসাবের মধ্যে কিছুটা ফাঁক রয়েছে বলেই মনে করা হচ্ছে।

দক্ষিণ লন্ডনে করোনায় মৃতকে সমাধিস্থ করা হচ্ছে। ছবি: এপি

দক্ষিণ লন্ডনে করোনায় মৃতকে সমাধিস্থ করা হচ্ছে। ছবি: এপি

সংবাদ সংস্থা
লন্ডন শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২০ ১৮:১৮
Share: Save:

ভারতে করোনায় মৃতের সংখ্যা হাজারের নীচে। কিন্তু ব্রিটেনে বসবাসকারী ভারতীয়দের মৃত্যু কি তার চেয়েও বেশি? সরকারি রিপোর্টে তার কোনও স্পষ্ট উল্লেখ এখনও পর্যন্ত নেই। কিন্তু ব্রিটেনের বিভিন্ন শ্মশান, মন্দির ও গুরুদ্বার সূত্রে যে তথ্য উঠে আসছে তা শিউরে ওঠার মতো। অন্ত্যেষ্টি ক্রিয়ার জন্য ওই সব জায়গাগুলির সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ করেছে বহু ভারতীয় পরিবার। তাই অনেকে আশঙ্কা করছেন, বাস্তবে সংখ্যাটা ভারতে মৃতের সংখ্যাকেও ছাপিয়ে যেতে পারে।

করোনার তাণ্ডবে ব্রিটেনে মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে গিয়েছে। কিন্তু সরকারি ওই হিসাবের মধ্যে কিছুটা ফাঁক রয়েছে বলেই মনে করা হচ্ছে। কারণ, এই সময় অনেকেই রোগে আক্রান্ত হয়ে বাড়িতে মারা গিয়েছেন। কারও মৃত্যু হয়েছে বাড়িতে চিকিৎসাধীন অবস্থায়। এ ছাড়াও, এখনও পর্যন্ত অনেকের মৃত্যুই সরকারি ভাবে নথিবদ্ধ হয়নি। এগুলি এখনও পর্যন্ত সরকারি হিসাবের সঙ্গে যোগ করা হয়নি। তাই অনেকেই আশঙ্কা করছেন, ওই সংখ্যাটা যোগ করা হলে সরকারি ভাবে ব্রিটেনে মৃতের সংখ্যাটা ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। তবে এখনও পর্যন্ত ব্রিটেনে ভারতীয়দের মৃত্যু নিয়ে সরকারি ভাবে রিপোর্ট না থাকলেও, ভিন্ন ইঙ্গিত মিলতে শুরু করেছে। ব্রিটেনের বহু শ্মশান, মন্দির ও গুরুদ্বারে ইতিমধ্যেই বহু ভারতীয় পরিবারের তরফে যোগাযোগ করা হয়েছে। যোগাযোগ করা পুরোহিতের সঙ্গেও। আর তাতে আশঙ্কা আরও বাড়ছে।

লন্ডনের ব্রেন্ট, ওয়েম্বলি, হ্যারো, ইলিংয়ের মতো এলাকায় ভারতীয়দের বাস বেশি। আর ওই সব এলাকাতেই করোনা সংক্রমণও সবচেয়ে বেশি। ব্রেন্টে করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। সেখানকার নর্থউইক পার্ক হাসপাতালের ছবিটা ভয়াবহ আকার নিয়েছে। হাসপাতাল চত্বরে কার্যত ভিড় করেছেন রোগীরা। মৃতের সংখ্যাও সেখানে দিন দিন বাড়ছে।

আরও পড়ুন: হটস্পটে একই রকম কড়াকড়ি, বললেন মোদী, বাকি সিদ্ধান্ত পরে

এর মধ্যেই নতুন আশঙ্কার কথা শুনিয়েছেন, ব্রিটিশ মেডিক্যালস অ্যাসোসিয়েশনের প্রধান চাঁদ নাগপাল। তিনি দাবি করেছেন, ‘‘ইন্টেনসিভ কেয়ারে থাকা রোগীদের মধ্যে ৪০ শতাংশই সংখ্যালঘু। তাঁদের মধ্যে কৃষ্ণাঙ্গ ছাড়াও রয়েছেন এশীয়রা। এছাড়াও বিপুল সংখ্যক ভারতীয়ও রয়েছেন।’’ ব্রিটেনে ভারতীয়দের সংখ্যা ১৫ লক্ষ। সংখ্যার দিক থেকে তাঁরা ব্রিটেনে দ্বিতীয় স্থানে রয়েছেন। প্রথম স্থানে রয়েছেন কৃষ্ণাঙ্গরা। তাঁদের সংখ্যা ১৯ লক্ষ। এছাড়াও ১০ লক্ষের মতো পাকিস্তানি ও ৫ লক্ষের কাছাকাছি বাংলাদেশিও রয়েছেন ব্রিটেনে।

আরও পড়ুন: লকডাউন প্রয়োগে দেশের সেরা কলকাতা, বলছে সমীক্ষা

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE