Advertisement
E-Paper

জঙ্গি ভেবে মন্ত্রীকে হত্যা সেনাবাহিনীর সোমালিয়ায়

এক মন্ত্রীকে জঙ্গি ভেবে গুলি করে হত্যা করেছেন নিরাপত্তা রক্ষী বাহিনীর সদস্যেরা। সোমালিয়ায় ওই মন্ত্রী আবদুল্লাহি শেখ আবাস সিরাজিকে ইসলামপন্থী জঙ্গি মনে করে গুলি করা হয়েছে বলে জানা গিয়েছে

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ মে ২০১৭ ১৯:৩৩
আবদুল্লাহি শেখ আবাস সিরাজি। ছবি: সংগৃহীত।

আবদুল্লাহি শেখ আবাস সিরাজি। ছবি: সংগৃহীত।

এক মন্ত্রীকে জঙ্গি ভেবে গুলি করে হত্যা করেছেন নিরাপত্তা রক্ষী বাহিনীর সদস্যেরা। সোমালিয়ায় ওই মন্ত্রী আবদুল্লাহি শেখ আবাস সিরাজিকে ইসলামপন্থী জঙ্গি মনে করে গুলি করা হয়েছে বলে জানা গিয়েছে। সোমালিয়া নিরাপত্তা রক্ষী বাহিনী সূত্রে জানা গিয়েছে, সে দেশের প্রেসিডেন্টের বাসভবনের কাছে রোড ব্লকের দিকে এগিয়ে আসা গাড়িটি সন্দেহজনক মনে হওয়ায় তাঁরা গাড়িটিকে লক্ষ্য করে গুলি চালান। দায়িত্বরত কর্মীরা মনে করেছিলেন গাড়িটিতে জঙ্গি রয়েছে। কিন্তু যখন তাঁরা তাঁদের ভুল বুঝতে পারেন তত ক্ষণে সব শেষ। গত ফেব্রুয়ারির নির্বাচনে জয়ী হওয়ার পর প্রেসিডেন্ট ফারমাজো সবচেয়ে অল্প বয়সী মন্ত্রী হিসেবে বছর ৩১-এর আবদুল্লাহি শেখ আবাস সিরাজিকে নিয়োগ করেছিলেন।

আরও পড়ুন: ফোনে সিরিয়া নিয়ে কথা ট্রাম্প, পুতিনের

এ দিকে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি সোমালিয়ার প্রেসিডেন্ট মোহামেদ আবদুল্লাহি মোহামেদ ফারমাজো। তবে তিনি তাঁর আসন্ন ইথোপিয়া সফর বাতিল করেছেন। মোগাদিসুর মেয়রের মুখপাত্র আবদিফাতাহ ওমর হালানে বলেন, ‘‘ভুল করে ওই গাড়িতে গুলি চালানো হয়। এতে আবদুল্লাহি শেখ আবাস সিরাজির মৃত্যু হয়।’’ এই ঘটনায় দুই সেনাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

আবদুল্লাহি শেখ আবাস সিরাজিকে শেষ শ্রদ্ধা জানানো হচ্ছে। ছবি: রয়টার্স।

সেনাদের ভুলবশত করা গুলিতে এর আগেও বেশ কয়েকজন সরকারি অফিসার নিহত হয়েছেন সোমালিয়ায়। এমনকী সেনা ভুল করে অন্য সেনা কর্মীদের মেরে ফেলেছে এমন উদাহরণও আছে। এ বার সেনাকর্মীদের গুলিতে মন্ত্রীর মৃত্যু হল।

Somalia minister Abbas Abdullahi Sheikh Siraji Shot dead Somalia
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy