Advertisement
২৬ এপ্রিল ২০২৪
south africa

এক সঙ্গে ১০টি সন্তানের জন্ম দিয়ে বিশ্বরেকর্ড গড়লেন দক্ষিণ আফ্রিকার মহিলা

৩৭ বছরের গোসিয়ামে থামারা সিথোলে সোমবার রাতে ১০ টি সন্তানের জন্ম দিয়েছেন।

গোসিয়ামে থামারা সিথোলে এবং তাঁর বর।

গোসিয়ামে থামারা সিথোলে এবং তাঁর বর।

সংবাদ সংস্থা
প্রিটোরিয়া শেষ আপডেট: ০৯ জুন ২০২১ ১৬:৩৪
Share: Save:

একসঙ্গে ১০টি সন্তানের জন্ম দিলেন দক্ষিণ আফ্রিকার এক মহিলা। এই ঘটনায় তৈরি হল নতুন বিশ্ব রেকর্ড। গত মাসে মরক্কোর মালিয়ান হালিমা সিজে একসঙ্গে ৯টি সন্তানের জন্ম দিয়েছিলেন।

৩৭ বছরের গোসিয়ামে থামারা সিথোলে সোমবার রাতে ১০ টি সন্তানের জন্ম দিয়েছেন। গোসিয়ামের স্বামী তেবোহো সে দেশের এক সংবাদমাধ্যমকে বলেছেন, ‘‘আমার স্ত্রী সাত মাস সাত দিনের অন্তঃসত্ত্বা ছিলেন। ৭ ছেলে এবং ৩ মেয়ের জন্ম দিয়েছেন।’’ এর আগে যমজ সন্তানের জন্ম দিয়েছিলেন গোসিয়ামে। তাদের বয়স এখন ৬ বছর।

যদিও একসঙ্গে ১০টি সন্তানের জন্ম দেওয়ার কথা ভাবেননি গোসিয়ামে। প্রসব করানোর আগের মুহূর্ত অবধি তিনি জানতেন তাঁর গর্ভে ৮টি সন্তান রয়েছে। স্ক্যানের রিপোর্টে সে রকমই ধরা পড়েছিল। তাই ১০ সন্তানের জন্ম দেওয়ার অবাক হয়েছেন গোসিয়ামে এবং তাঁর স্বামী। তবে ১০টি সন্তানই সুস্থ রয়েছে বলে জানা গিয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, গোসিয়ামেই প্রথম যিনি একসঙ্গে ১০টি সন্তানের জন্ম দিলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Newborn Babies bizarre south africa
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE