পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিশেষ সহায়ক শনিবার একটি ছবি পোস্ট করেছেন টুইটারে। সেই ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘প্রধানমন্ত্রী ইমরান খান ১৯৬৯’। অর্থাৎ ১৯৬৯-এ ইমরান খান কেমন দেখতে ছিলেন তা দেখাতে চেয়েছেন তিনি। সেই ছবি পোস্ট করার পরই ভাইরাল হয়েছে। আর তার পরই সমালোচনায় বিদ্ধ হয়েছেন তিনি। কিন্তু কেন?
ইমরানের বিশেষ সহায়ক নইম উল হকের পোস্ট করা ছবিটি আসলে ইমরান খানের নয়। সেটি সচিন তেন্ডুলকরের। লিটল মাস্টারের কেরিয়ারের শুরুর দিকের ছবি সেটি। সাদা কালো সেই ছবিতে দর্শকাসনের দিকে ব্যাট তুলে রয়েছেন মাস্টার ব্লাস্টার। এই ভুলের জন্যই নেট দুনিয়ায় ট্রোলড পাক প্রধানমন্ত্রীর বিশেষ সহায়ক।
তবে শুধুমাত্র ওই ভুল ধরিয়ে দিয়ে ক্ষান্ত হননি নেটিজেনরা। এই রকম একটি ভুল নিয়ে বিভিন্ন ধরনের রসিকতায় মজেছেন তাঁরা। বিভিন্ন ধরনের মিম ব্যবহার করে ইমরানের সহায়কের ভুল নিয়ে কটাক্ষ করেছেন তাঁরা।
PM Imran Khan 1969 pic.twitter.com/uiivAOfszs
— Naeem ul Haque (@naeemul_haque) June 21, 2019
আরও পড়ুন: বন্যায় ভেসে যাচ্ছে বাচ্চারা, জীবন তুচ্ছ করে বাঁচালেন যুবক! ভিডিয়ো ভাইরাল
আরও পড়ুন: ইরানে হামলা চালানোর নির্দেশ দিয়েও পরে ফের পিছিয়ে গেলেন ট্রাম্প?