Advertisement
২৩ মার্চ ২০২৩
Kim Jong-un

কিমকে নিয়ে ফের জল্পনা

রবিবার দেশে খাদ্য সঙ্কট নিয়ে পলিটবুরোর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক ছিল। দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যমের দাবি, কিম তাতে উপস্থিত ছিলেন না।

Supreme Leader of North Korea kim jong un

উত্তর কোরিয়ার সর্বোচ্চ শাসক কিম জং উন। — ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
পিয়ংইয়্যাং শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৩ ০৭:১০
Share: Save:

দীর্ঘ সময় জনসমক্ষে তাঁর অনুপস্থিতি নিয়ে এর আগেও নানা গুজব ছড়িয়েছে। আরও এক বার কিম জং উনের স্বাস্থ্য নিয়ে চর্চা শুরু হয়েছে। মাসখানেক হতে চলল উত্তর কোরিয়ার সর্বোচ্চ শাসককে প্রকাশ্যে দেখা যায়নি। অথচ আজ রাত থেকে রাজধানী পিয়ংইয়্যাংয়ে দেশের সেনাবাহিনীর ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশেষ কুচকাওয়াজ শুরু হওয়ার কথা। দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যমের দাবি, দেশের সেনার এই বিশেষ অনুষ্ঠানের ঠিক আগে কিমের অনুপস্থিতিই বুঝিয়ে দিচ্ছে যে, আরও এক বার গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন তিনি। তাঁর অবর্তমানে উত্তর কোরিয়া শাসনের ভার কার হাতে যেতে পারে, তা নিয়েও দক্ষিণের সংবাদমাধম্যে চর্চা শুরু হয়ে গিয়েছে।

Advertisement

গত রবিবার দেশে খাদ্য সঙ্কট নিয়ে পলিটবুরোর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক ছিল। দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যমের দাবি, কিম তাতে উপস্থিত ছিলেন না। শুধু তাই নয়, এই নিয়ে গত কয়েক সপ্তাহের মধ্যে মোট তিনটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিতে দেখা যায়নি কিমকে। উত্তর কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা অবশ্য কিমের স্বাস্থ্য নিয়ে যাবতীয় জল্পনা উড়িয়ে দিয়েছে। তাদের দাবি, কিম একেবারেই সুস্থ রয়েছেন। সেনাবাহিনীর প্রতিষ্ঠা দিবসের বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ কিছু নির্দেশও দিয়েছেন তিনি।

দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যমগুলির দাবি, কিমের অবর্তমানে দেশ শাসনের প্রাথমিক ভার গিয়ে পড়তে পারে তাঁর বোন কিম ইয়ো জংয়ের উপরে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.