—ফাইল চিত্র।
অবশেষে হদিশ মিলল শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের। গণবিক্ষোভে উত্তাল শ্রীলঙ্কা থেকে পালিয়ে বর্তমানে সিঙ্গাপুরে রয়েছেন প্রেসিডেন্ট রাজাপক্ষে। সিঙ্গাপুরের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সে দেশে প্রবেশে অনুমতি দেওয়া হয়েছে গোতাবায়াকে। তবে তাঁকে আশ্রয় দেওয়া হয়নি।
সিঙ্গাপুরের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ব্যক্তিগত সফরের জন্য গোতাবায়াকে অনুমতি দেওয়া হয়েছে সে দেশে। আশ্রয় চাওয়ার কোনও আর্জি শ্রীলঙ্কার প্রেসিডেন্টের পক্ষ থেকে করা হয়নি।সিঙ্গাপুরের তরফে তাঁকে আশ্রয়ও দেওয়া হয়নি।
জানা গিয়েছে, সৌদি এয়ারলাইন্সের বিমানে সে দেশে পৌঁছন গোতাবায়া। সেখানকার স্থানীয় সময় সন্ধ্যা সাতটার পর সিঙ্গাপুর চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট।
বুধবার প্রেসিডেন্ট পদে গোতাবায়ার পদত্যাগের কথা ছিল। কিন্তু এখনও তিনি প্রেসিডেন্ট পদে ইস্তফা দেননি। বুধবার ভোরেই জনরোষ এড়াতে কলম্বো ছাড়েন রাজাপক্ষে। বেশ কয়েকটি সংবাদমাধ্যমে দাবি করা হয় যে, মলদ্বীপে গিয়েছেন তিনি। সেখান থেকে সিঙ্গাপুর হয়ে সৌদি আরব যেতে পারেন রাজাপক্ষে, এমন জল্পনাও শোনা যায়। এই চর্চার আবহেই গোতাবায়ার অবস্থান জানা গেল।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy