‘রামসেতু’ পার হয়ে ভারত থেকে পাড়ি দেয়নি ওরা। বহু যুগ থেকেই শ্রীলঙ্কার বাসিন্দা সেই বানরকুল। আর তাদেরই হানায় দেশের বিদ্যুৎ বণ্টন ব্যবস্থা রবিবার বিপর্যস্ত হয়ে পড়েছিল বলে দাবি শ্রীলঙ্কার মন্ত্রী কুমারা জয়াকোদির।
রবিবার রাজধানী কলম্বোর দক্ষিণে একটি বিদ্যুৎ বণ্টন কেন্দ্রে হানা দিয়েছিল বানরের দল। আর তার ফলেই শহরের বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে বলে শ্রীলঙ্কার জ্বালানি ও বিদ্যুৎমন্ত্রী জয়াকোদির দাবি। তিনি বলেন, ‘‘আমাদের বিদ্যুৎ সরবরাহের ট্রান্সফরমারের সংস্পর্শে এসেছিল বানর। তার ফলেই গ্রিড বসে গিয়ে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে।’’
আরও পড়ুন:
বানরের হানায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ায় শ্রীলঙ্কার বামজোটের সরকারকে কটাক্ষ করেছে সে দেশের বেশ কয়েকটি সংবাদমাধ্যম। প্রসঙ্গত, বেশ কয়েক বছর ধরে শ্রীলঙ্কায় টোক ম্যাকাক প্রজাতির বানরের হানায় বিপুল পরিমাণ ফসল ধ্বংসের অভিযোগ উঠছে। আর্থিক সঙ্কটে বেহাল ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্রটি বছর দেড়েক আগে মাংসের জন্য চিনে এক লক্ষ টোক ম্যাকাক রফতানির সিদ্ধান্ত নিয়েছিল। যার বিরুদ্ধে সে দেশের বন্যপ্রাণপ্রেমীরা সরব হয়েছিলেন।