তিন বছরের শিশুটির অপরাধ ছিল সে প্রস্রাব করে বিছানা ভিজিয়ে ফেলেছিল। সেই অপরাধের শাস্তি দিতে তার সত্ বাবা তাকে বিবস্ত্র করে জ্বলন্ত আগুনের উপর ধরে। শিশুটি পরিত্রাহী চিত্কার করতে থাকে। কিন্তু তার সেই চিত্কার বাবার পাশবিক শাস্তিকে নিরস্ত করতে পারেনি। এই ঘটনা যখন ঘটছে প্রতিবেশী একজন ভিডিওটি তুলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন। ভিডিওতে দেখা গিয়েছে, শিশুটি চিত্কার করছে, ফের তার বাবা তাকে আগুনের উপর নিয়ে দাঁড় করানোর চেষ্টা করছে। বেশ কয়েক বার এ রকম করতে দেখা যায় ওই ব্যক্তিকে। শিশুটির নিম্নাঙ্গ পুড়ে যায়। প্রতিবেশীরাই পুলিশকে খবর দেন। পুলিশ এসে ওই ব্যক্তিকে গ্রেফতার করে। শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাটি ঘটেছে প্যারাগুয়ের অলিম্পিও শহরে।
আরও পড়ুন:
বিজ্ঞানের অদ্ভুত কিছু পরীক্ষা
ভিডিওটি দেখতে ক্লিক করুন
;