Advertisement
৩০ এপ্রিল ২০২৪
International News

বান্ধবীকে ১ লক্ষ ডলার পাঠিয়েছিলেন লাস ভেগাসের ঘাতক!

স্টিফেন প্যাডকের বান্ধবী মারিলু ড্যানিলিকে এখনই সন্দেহের তালিকায় রাখছে না পুলিশ। এফবিআই আধিকারিকেরা জানিয়েছেন, হামলার সময় মারিলু ফিলিপিন্সে ছিলেন। প্রাথমিক ভাবে তাঁদের অনুমান, হামলার সঙ্গে মারিলুর জড়িত নন। তবে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই বিশাল অঙ্কের অর্থ আসার পরই নড়েচড়ে বসেছেন তদন্তকারীরা। মারিলুকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন তাঁরা।

মারিলু ড্যানিলি ও স্টিফেন প্যাডক। ছবি: রয়টার্স।

মারিলু ড্যানিলি ও স্টিফেন প্যাডক। ছবি: রয়টার্স।

সংবাদ সংস্থা
লাস ভেগাস শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০১৭ ১৬:৩৮
Share: Save:

দিন কয়েক আগেই ফিলিপিন্সে বান্ধবীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১ লক্ষ ডলার ট্রান্সফার করেছিলেন লাস ভেগাসের হামলাকারী স্টিফেন প্যাডক। এফবিআইকে উদ্ধৃত করে বুধবার ম্যানিলার সংশ্লিষ্ট আধিকারিকেরা এ কথা জানিয়েছেন।

ফিলিপিন্সের তদন্তকারী সংস্থা ন্যাশনাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এনবিআই)-এর মুখপাত্র নিক সুয়ারেজ বলেন, “গত মাসেই ফিলিপিন্সে এসেছিল স্টিফেন প্যাডক। সে সময় বান্ধবী মারিলু ড্যানিলির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১ লক্ষ মার্কিন ডলার ট্রান্সফার করেছিল সে।” ঠিক কী কারণে সে টাকা মারিলুকে দিয়েছিলেন তা-ও খতিয়ে দেখা হবে।

স্টিফেন প্যাডকের বান্ধবী মারিলু ড্যানিলিকে এখনই সন্দেহের তালিকায় রাখছে না পুলিশ। এফবিআই আধিকারিকেরা জানিয়েছেন, হামলার সময় মারিলু ফিলিপিন্সে ছিলেন। প্রাথমিক ভাবে তাঁদের অনুমান, হামলার সঙ্গে মারিলুর জড়িত নন। তবে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই বিশাল অঙ্কের অর্থ আসার পরই নড়েচড়ে বসেছেন তদন্তকারীরা। মারিলুকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন তাঁরা।

আরও পড়ুন

আইএসআই-এর জঙ্গি যোগ খুব স্পষ্ট: কড়া বয়ান দিল আমেরিকা

হানিপ্রীতকে রাত ৩টে পর্যন্ত জেরা, ডিনারে দেওয়া হল ডাল-রুটি

পুরনো সেই চিঠিই এখন কাঁটা মুকুলের

লাস ভেগাসের হামলায় হারিয়েছেন প্রিয়জনকে। ছবি: এএফপি।

গত ২৫ সেপ্টেম্বর হংকং হয়ে ফিলিপিন্সে গিয়েছিলেন মারিলু। বুধবার আমেরিকায় ফিরেছেন তিনি। মারিলুর থেকে স্টিফেন প্যাডকের সম্পর্কে বহু গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে বলে ধারণা তদন্ত কারীদের। ঠিক কোন মানসিক অবস্থার জেরে ঘাতক এই কাজ করেছে তারও হদিশ মিলতে পারে বলে ধারণা লাস ভেগাস শেরিফ জোসেফ লোম্বার্ডোর। তবে এখনও পর্যন্ত মারিলুর বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের করেনি পুলিশ।

মারিলু ড্যানলির পড়শি ডিওন ওয়ালট্রিপ বলেন, “মারিলুর মতো এ রকম হাসিখুশি, প্রাণচঞ্চল মানুষ সহজে দেখা যায় না।” বিবাহবিচ্ছিন্না মারিলুর সঙ্গে স্টিফেন প্যাডকের আলাপ একটি ক্যাসিনোয়। মারিলু সেখানে তখন ক্যাসিনোর কর্মী ছিলেন।

‘লোন উল্‌ফ টেররিজম’-এর লেখক সুরক্ষা বিশেষজ্ঞ জেফ্রি সাইমন বলেন, “আমার মতে, এই হামলার ঘটনায় বান্ধবীর বয়ান খুবই গুরুত্বপূর্ণ। আশা করি, তিনি বেশ কিছু প্রশ্নের জবাব দিতে পারবেন।”

হামলার কারণ সম্পর্কে এখনও ধোঁয়াশায় এফবিআই। সাধারণত, এ ধরনের হামলায় হামলাকারী আত্মপক্ষ সমর্থন করে কোনও সুইসাইড নোট ছেড়ে যায়। তবে এ ক্ষেত্রে সে রকম কোনও নোট মেলেনি।

এফবিআই আধিকারিকেরা জানিয়েছেন, হামলার কারণ খুঁজতে গিয়ে স্টিফেন প্যাডকের আর্থিক দিকটিও খতিয়ে দেখা হচ্ছে। প্যাডকের আত্মীয়স্বজনেরা জানিয়েছেন, অবসরপ্রাপ্ত অ্যাকাউট্যান্ট স্টিফেন প্রায় ২০ লক্ষ মার্কিন ডলারের মালিক ছিলেন। তবে জুয়ার নেশায় হাজার হাজার ডলারও ওড়াতেও দ্বিধা করত না। স্টিফেন সম্প্রতি ৪০ হাজার ডলার জিতেও ছিলেন বলে জানিয়েছেন ভাই এরিক প্যাডক। হামলার আগের কয়েক সপ্তাহে লাস ভেগাসের ক্যাসিনোতে জুয়া খেলারও প্রমাণ মিলেছে বলে তদন্তকারীরা জানিয়েছেন। নয় নয় করে ১০ হাজার ডলারেরও উপর ১৬টি লেনদেন হয়েছে তাঁর অ্যাকাউন্টে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE