ফের ভূমিকম্প। ফের আতঙ্ক ইতালিতে। মঙ্গলবার রাতে পর পর দু’টি ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী রোম। সেন্ট পিটার্স স্কোয়ার লাগোয়া এলাকার এক বাসিন্দা জানিয়েছেন, এ দিনের ভূমিকম্পে রীতিমতো কেঁপে উঠেছে শতাব্দীপ্রাচীন ইমারতগুলো। মার্কিন ভূতত্ত্ববিদেরা জানান, প্রথম ভূকম্পের কেন্দ্র রোম থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে মাচেরাতায়। তীব্রতা ছিল ৫.৪। পরেরটির তীব্রতা ৬। তবে রাত পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর মেলেনি। এরই অদূরে আমাত্রিস। গত অগস্টে ভূকম্পে তছনছ হয়ে যায় এই শহর। মারা গিয়েছিলেন ২৯৮ জন।