আধা সামরিক বাহিনী ‘র্যাপিড সাপোর্ট ফোর্স’ (আরএসএফ)-কে হটিয়ে গত মাসে রাজধানী খারতুম দখল করেছিল সুদানের সেনা। এ বার আফ্রিকার গৃহযুদ্ধ বিধ্বস্ত দেশটির সেনাপ্রধান জেনারেল আবদেল আল ফতা আল বুরহান নতুন প্রধানমন্ত্রী হিসাবে রাষ্ট্রপুঞ্জের প্রাক্তন উচ্চপদস্থ আধিকারিক আল-তায়েব ইদ্রিস আবদেল হাফিজের নাম ঘোষণা করলেন।
সুদানের ‘সার্বভৌম পরিষদের চেয়ারম্যান’ হিসাবে জেনারেল বুরহান একটি সাংবিধানিক ডিক্রি জারি করে ইদ্রিসকে প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন বলে শনিবার সেনার তরফে জানানো হয়েছে। ইদ্রিস রাষ্ট্রপুঞ্জ নিয়ন্ত্রিত ‘বিশ্ব মেধাস্বত্ব সংস্থা’ (ডব্লিউআইপিও)-র প্রধান ছিলেন এবং সুদানে রাষ্ট্রপুঞ্জের স্থায়ী মিশনে কাজ করেছেন। ২০১০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ইদ্রিস। কিন্তু সামরিক শাসক ওমর আল-বশিরের জমানার সেই বিতর্কিত নির্বাচনে হেরে গিয়েছিলেন তিনি।
তিন সপ্তাহ আগে জেনারেল বুরহান দাফাল্লাহ আল-হাজ আলিকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন। ইদ্রিস এ বার কার্যনির্বাহী প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন। নতুন প্রধানমন্ত্রী নিয়োগের ফলে ২০২৩-এর এপ্রিল থেকে সুদানে শুরু হওয়া গৃহযুদ্ধ নির্ণায়ক মোড় নিল বলে মনে করছেন অনেকে। তবে জেনারেল বুরহানের অনুগত সেনার বিরুদ্ধে আধা সামরিক বাহিনী ‘র্যাপিড সাপোর্ট ফোর্স’ (আরএসএফ)-এর প্রধান জেনারেল মহম্মদ হামদান ডাগালোর অনুগামী যোদ্ধারা এখনও দারফুর এলাকায় শক্ত প্রতিরোধ চালিয়ে যাচ্ছেন। সাম্প্রতির গৃহযুদ্ধে সে দেশের প্রায় এক কোটি মানুষ ঘরছাড়া হয়েছেন বলে আন্তর্জাতিক কয়েকটি রিপোর্টে দাবি।