মাইদুগুরিতে বিস্ফোরণের পর ঘটনাস্থলে উদ্ধারকারী দল। ছবি: এএফপি।
নাইজিরিয়ায় জোড়া আত্মঘাতী বিস্ফোরণে মৃত্যু হল অন্তত ৩০ জনের। মাইদুগুরি শহরের কাছে একটি মসজিদে বৃহস্পতিবার সন্ধ্যায় এই জঙ্গি হামলায় আহত আরও অনেকে। মসজিদে নামাজ চলাকালীন এক জঙ্গি ভিতরে ঢুকে প্রথম বিস্ফোরণটি ঘটায়। আতঙ্কিত লোকজন যখন এক সঙ্গে মসজিদ ছেড়ে বাইরে বেরনোর চেষ্টা করছেন, তখন দরজার কাছে দ্বিতীয় বিস্ফোরণটি ঘটায় আর এক আত্মঘাতী জঙ্গি। প্রাথমিক ভাবে ৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও, এই সংখ্যা আরও অনেক বাড়ার আশঙ্কা রয়েছে।
নাইজিরিয়ায় বোকো হারাম জঙ্গিরা মাঝেমধ্যেই এই রকম নাশকতা মূলক কার্যকলাপ চালায়। মাইদুগুরির আত্মঘাতী হানার দায় অবশ্য তারা এখনও স্বীকার করেনি। এর আগে মঙ্গলবারও মাইদুগুরিতে তিনটি বিস্ফোরণ চার জনের মৃত্যু হয়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy