পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে সেনা কনভয় লক্ষ্য করে আত্মঘাতী বিস্ফোরণ। শনিবারের এই ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৩ জন জওয়ান। পাকিস্তানি সরকারের এক আধিকারিক সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন, বিস্ফোরণে আহত হয়েছেন ১০ জন জওয়ান এবং ১৯ জন সাধারণ নাগরিক।
সরকারি ওই আধিকারিক এএফপিকে বলেন, ‘‘সেনা কনভয়ে বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে ঢুকে পড়ে এক আত্মঘাতী জঙ্গি।’’ প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরণের ফলে ওই এলাকার বেশ কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, বিস্ফোরণের অভিঘাতে দু’টি বাড়ির ছাদ উড়ে গিয়েছে। ছ’টি শিশু আহত হয়েছে।
এই এলাকায় তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) সক্রিয় রয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও জঙ্গি গোষ্ঠী ঘটনার দায় স্বীকার করেনি। গত মার্চে এই দক্ষিণ ওয়াজিরিস্তানেই জান্ডোলা চেকপোস্টের কাছে সেনাশিবির লক্ষ্য করে হামলা চালায় টিটিপি। তার পরেই অভিযানে নেমে ১০ জন সন্দেহভাজন জঙ্গিকে নিকেশ করে পাক সেনা। মার্চেই গুডালার এবং পিরু কুনরির কাছে জাফর এক্সপ্রেসে হামলা করে বালোচ লিবারেশন আর্মি। তাতে প্রাণ যায় ২১ জন যাত্রী এবং চার জন আধাসেনা জওয়ানের। বিশ্ব সন্ত্রাসবাদ সূচক ২০২৫ অনুযায়ী, পাকিস্তানে সন্ত্রাস হামলায় মৃত্যু বৃদ্ধি পেয়েছে ৪৫ শতাংশ। ২০২৩ সালে সেই মৃতের সংখ্যা ছিল ৭৪৮। ২০২৪ সালে তা বৃদ্ধি পেয়ে হয় ১,০৮১।