Advertisement
২৬ এপ্রিল ২০২৪
জঙ্গি ভাইদের হাতেই হানা

কোথায় গেল তৃতীয় জন, খুঁজছে পুলিশ

ট্রলিতে অল্প মালপত্র চাপিয়ে বিমানবন্দরে হাঁটছে ওরা। পাশাপাশি তিন জন। দু’জনেরই কালো জামা। খানিকটা অদ্ভুত ভাবেই দু’জনেরই শুধু বাঁ হাতটায় গ্লাভস পরা। তৃতীয় জনের মাথায় কালো টুপি। গায়ে ক্রিমরঙা জ্যাকেট।

সন্ত্রাস পেরিয়ে। হামলার পরের দিন বৃহস্পতিবারেও শোকের ছায়া ব্রাসেলসের রাস্তায়। সন্ত্রস্ত দুই শিশুকে সান্ত্বনা মায়ের। ছবি: রয়টার্স।

সন্ত্রাস পেরিয়ে। হামলার পরের দিন বৃহস্পতিবারেও শোকের ছায়া ব্রাসেলসের রাস্তায়। সন্ত্রস্ত দুই শিশুকে সান্ত্বনা মায়ের। ছবি: রয়টার্স।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৪ মার্চ ২০১৬ ০১:৫৪
Share: Save:

ট্রলিতে অল্প মালপত্র চাপিয়ে বিমানবন্দরে হাঁটছে ওরা। পাশাপাশি তিন জন। দু’জনেরই কালো জামা। খানিকটা অদ্ভুত ভাবেই দু’জনেরই শুধু বাঁ হাতটায় গ্লাভস পরা। তৃতীয় জনের মাথায় কালো টুপি। গায়ে ক্রিমরঙা জ্যাকেট। গত কাল ব্রাসেলসে ধারাবাহিক আত্মঘাতী বিস্ফোরণের পর-পরই বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ থেকে এই তিন জনের ছবি প্রকাশ করেছিল পুলিশ। আজ তাদের পরিচয়ও জানানো হয়েছে। তিন জনই আইএস জঙ্গি। এদের মধ্যে এক জন আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়েছে ব্রাসেলস বিমানবন্দরে। অন্য জন মালবিক মেট্রো স্টেশনে। কালো টুপি পরা তৃতীয় জঙ্গি এখনও অধরা বলে তদন্তকারীদের দাবি।


সন্ত্রাসে স্বজনহারা। বিস্ফোরণের পরের দিন ব্রাসেলসে মালবিক মেট্রো স্টেশনের বাইরে শোকের ছায়া। ছবি: এএফপি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

brussels
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE