ফুটে থাকা সূর্যমুখী ফুলের বাগানের সৌন্দর্যে মোহিত হন না এ রকম লোক খুব কমই আছেন। আবার জাপানের সুমো রেসলারদের নিয়ে সারা পৃথিবীর আগ্রহ প্রবল। দেহের আকৃতির জন্যই হোক বা অন্য কারণ, সুমোদের দেখতে উৎসাহ কম-বেশি অনেকেই দেখিয়ে থাকেন। আর এই সুমোরা যখন সূর্যমুখীর বাগানে, তখন তো নেটিজেনদের আগ্রহ চরমে উঠবেই।
সম্প্রতি ওশাইকি নামে জাপানের এক ব্যক্তি নিজের টুইটার হ্যান্ডল থেকে পোস্ট করেছেন একটি ছবি। সেই ছবিতে দেখা যাচ্ছে, একটি বিস্তৃত সূর্যমুখী ফুলের বাগানে দাঁড়িয়ে রয়েছেন একাধিক সুমো রেসলার। সূর্যমুখী ফুলের পাশাপাশি বাগানে দাঁড়িয়ে সুমোদের হাসি বাড়িয়ে দিচ্ছে বাগানের শোভা।
ছবিটি তোলা হয়েছে জাপানের হিরাতানি গ্রামে। জাপানে সুমো রেসলাররা ‘রিকিসি’ নামেও পরিচিত। এই সুমোরদের রেসলিং প্রতিযোগিতা জাপানে যথেষ্ট জনপ্রিয়।
Sumo wrestlers frolicking in a sunflower field. Pure joy. #Japan https://t.co/SefLACoR0C
— Robert Ward (@RobertAlanWard) August 8, 2019
আরও পড়ুন: সুইচবোর্ডে মুখ দিয়ে বিড়ালটির কী হাল হল! দেখুন…
আরও পড়ুন: মুখে অক্টোপাস নিয়ে ছবি তুলে পস্তাচ্ছেন এই মহিলা! কেন জানেন?