Advertisement
০২ মে ২০২৪
Chinese Spy

ফের ৬টি চিনা চর বেলুন

মন্ত্রক জানিয়েছে, তারা ২৪ ঘণ্টাই চিনা সামরিক কার্যকলাপের উপর রেখে চলেছে। ছ’টি বেলুনের মধ্যে একটিই তাইওয়ানের উপর দিয়ে উড়ে গিয়েছে।

An image of Spy balloon

—প্রতীকী চিত্র।

সংবাদ সংস্থা
তাইপেই শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৪ ০৭:৫৫
Share: Save:

ফের চিনা বেলুন তাইওয়ানের আকাশে। আজ তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, তারা তাইওয়ান প্রণালীর উপর দিয়ে ছ’টি রহস্যময় বেলুন উড়ে যেতে দেখেছে। এর মধ্যে একটি বেলুন দ্বীপরাষ্ট্রের উপর দিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে উড়ে গিয়েছে।

মন্ত্রক জানিয়েছে, তারা ২৪ ঘণ্টাই চিনা সামরিক কার্যকলাপের উপর রেখে চলেছে। ছ’টি বেলুনের মধ্যে একটিই তাইওয়ানের উপর দিয়ে উড়ে গিয়েছে। অন্য পাঁচটি বেলুন তাইওয়ানের উত্তর দিক দিয়ে বেরিয়ে গিয়েছে। দ্বীপরাষ্ট্রটির জমির উপরে ওড়েনি। ক্রমে সেগুলি পূর্বের আকাশে উধাও হয়ে যায়।

তাইওয়ান প্রণালী অঘোষিত ভাবে চিন ও তাইওয়ানের মাঝে প্রাচীরের কাজ করে। প্রায়শই এর উপর দিয়ে চিনা যুদ্ধবিমান উড়তে দেখা যায়। ড্রোন, নজরদারি-বেলুনও হামেশাই ঢুকে পড়ে এর আকাশসীমায়। তাইওয়ান বারবার চিনের দিকে আঙুল তুলেছে। তাদের দাবি, এ ভাবে বেলুনের সাহায্যে তাদের দেশের উপরে নজরদারি চালাচ্ছে চিন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Chinese Spy Taiwan China
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE