বিয়েবাড়ির গান বাজনা নিয়ে অশান্তি। তাতে রেগে গিয়ে এলোপাথাড়ি গুলি চালায় নিজেদের তালিবান বলে দাবি করা তিন অতিথি। ওই ঘটনায় অন্তত তিন জনের মৃত্যু হয়। জখম হন আরও অনেকে। আফগানিস্তানের নানগরহরের এই ঘটনায় তালিবান প্রশাসন দু’জনকে গ্রেফতার করেছে। খোঁজ চলছে তৃতীয় জনেরও।
শুক্রবার রাতে ঘটনাটি ঘটে নানগরহর প্রদেশের শামসপুর মার ঘুন্ডি গ্রামে। তিন বন্দুকধারী নিজেদের তালিবান বলে পরিচয় দিয়ে একটি বিয়েবাড়ির অনুষ্ঠানে সামিল হয়। কিন্তু বিয়েবাড়িতে যে গান বাজানো হচ্ছিল তা পছন্দ না হওয়ায় আচমকা গুলি চালায় তারা।