জম্মু ও কাশ্মীরে ল্যান্ডমাইন বিস্ফোরণে দুই সেনাকর্মীর মৃত্যু হয়েছে। ভারত-পাক নিয়ন্ত্রণরেখার কাছে নওসেরা-সুন্দরবনি সেক্টরে শনিবার ওই বিস্ফোরণ হয়। এলাকায় তখন টহল দিচ্ছিল সেনাবাহিনীর একটি দল। বিস্ফোরণে তিন সেনাকর্মী গুরুতর আহত হয়েছেন। মৃত দুই সেনাকর্মীর মধ্যে এক জন সেনাকর্তা এবং অন্য জন সেনা জওয়ান।
স্থানীয় এক পুলিশকর্তা জানিয়েছেন, জখম তিন সেনাকর্মীকে দ্রুত সেনা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তবে এঁদের দু’জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
ঘটনাটি যে এলাকায় ঘটেছে, সেখানে গত তিন সপ্তাহ ধরে জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে সেনাবাহিনী।