আফগানিস্তানে এ বার শিশুদের একটি পার্ক পুড়িয়ে দেওয়ার অভিযোগ তালিবানের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে খবর, পার্কে কিছু মূর্তি বসানো ছিল। ইসলাম মূর্তিপুজো নিষিদ্ধ। এই যুক্তি দিয়েই গোটা পার্কে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।
বিরাট এলাকা জুড়ে রাক্ষুসে আগুনের লেলিহান শিখা বেরোচ্ছে। আর তাতে দাউদাউ করে জ্বলছে গোটা পার্ক, এমন একটি ভিডিয়ো নেটমাধ্যমে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। আনন্দবাজার অনলাইন ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি। তবে আফগানিস্তানের মানবাধিকার কর্মী ইহতেশাম আফগান জানিয়েছেন, উত্তরের জৌজান প্রদেশের শেবেরগানের বেগা এলাকায় ওই পার্কটি অবস্থিত। তালিবানের হাতে সেটি পুড়ে ছাই হয়ে গিয়েছে।