সুইডেনের রাজা ও রানি ভারত সফরে আসার দু’দিন আগে কাশ্মীর পরিস্থিতি নিয়ে বেশ কড়া বিবৃতি দিয়েছিল সে দেশের সংসদ। ইউরোপীয় ইউনিয়নের অন্যতম গুরুত্বপূর্ণ এই দেশটির সামনে কাশ্মীর নিয়ে নিজেদের ভাবমূর্তি পরিচ্ছন্ন করতে তাই
উদ্যোগী হয়েছে মোদী সরকার। রাজা কার্ল গুস্তাফ এবং রানি সিলভিয়ার সঙ্গে সফরে আসা সে দেশের বিদেশমন্ত্রী অ্যান লিন্ডের সঙ্গে আজ দীর্ঘ বৈঠক করেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সেই বৈঠকে আন্তঃসীমান্ত সন্ত্রাস এবং কাশ্মীরে গত এক দশকের পাকিস্তানি মদতপ্রাপ্ত জঙ্গিপনার বিষয়টি বিশদে উল্লেখ করছেন তিনি।
বৈঠকের পর গোটা বিষয়টি নিয়ে একের পর এক টুইট করেছেন ভারতীয় বিদেশমন্ত্রী। তাঁর বক্তব্য— জঙ্গিপনা, বিশেষ করে আন্তঃসীমান্ত সন্ত্রাসের দিকটি প্রাধান্য পেয়েছে আলোচনায়। বেঁচে থাকার অধিকার মানুষের মৌলিক অধিকার। টুইটে তিনি বলেছেন, ‘‘সন্ত্রাসবাদের মতো সঙ্কটের মোকাবিলায় আন্তর্জাতিক মঞ্চে একত্রে কাজ করতে আমরা সহমত হয়েছি। আলোচনার মেকানিজমও নতুন করে গড়া হবে। রাষ্ট্রপুঞ্জের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা করে আমরা কাজ করব।’’