Advertisement
২৫ এপ্রিল ২০২৪

কাশ্মীর নিয়ে কথা ভারত, সুইডেনের

উদ্যোগী হয়েছে মোদী সরকার। রাজা কার্ল গুস্তাফ এবং রানি সিলভিয়ার সঙ্গে সফরে আসা সে দেশের বিদেশমন্ত্রী অ্যান লিন্ডের সঙ্গে আজ দীর্ঘ বৈঠক করেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সেই বৈঠকে আন্তঃসীমান্ত সন্ত্রাস এবং কাশ্মীরে গত এক দশকের পাকিস্তানি মদতপ্রাপ্ত জঙ্গিপনার বিষয়টি বিশদে উল্লেখ করছেন তিনি। 

প্রধানমন্ত্রীর সঙ্গে ষোড়শ লুই কার্ল ও তাঁর স্ত্রী সিলভিয়া

প্রধানমন্ত্রীর সঙ্গে ষোড়শ লুই কার্ল ও তাঁর স্ত্রী সিলভিয়া

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৯ ০৩:৪০
Share: Save:

সুইডেনের রাজা ও রানি ভারত সফরে আসার দু’দিন আগে কাশ্মীর পরিস্থিতি নিয়ে বেশ কড়া বিবৃতি দিয়েছিল সে দেশের সংসদ। ইউরোপীয় ইউনিয়নের অন্যতম গুরুত্বপূর্ণ এই দেশটির সামনে কাশ্মীর নিয়ে নিজেদের ভাবমূর্তি পরিচ্ছন্ন করতে তাই

উদ্যোগী হয়েছে মোদী সরকার। রাজা কার্ল গুস্তাফ এবং রানি সিলভিয়ার সঙ্গে সফরে আসা সে দেশের বিদেশমন্ত্রী অ্যান লিন্ডের সঙ্গে আজ দীর্ঘ বৈঠক করেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সেই বৈঠকে আন্তঃসীমান্ত সন্ত্রাস এবং কাশ্মীরে গত এক দশকের পাকিস্তানি মদতপ্রাপ্ত জঙ্গিপনার বিষয়টি বিশদে উল্লেখ করছেন তিনি।

বৈঠকের পর গোটা বিষয়টি নিয়ে একের পর এক টুইট করেছেন ভারতীয় বিদেশমন্ত্রী। তাঁর বক্তব্য— জঙ্গিপনা, বিশেষ করে আন্তঃসীমান্ত সন্ত্রাসের দিকটি প্রাধান্য পেয়েছে আলোচনায়। বেঁচে থাকার অধিকার মানুষের মৌলিক অধিকার। টুইটে তিনি বলেছেন, ‘‘সন্ত্রাসবাদের মতো সঙ্কটের মোকাবিলায় আন্তর্জাতিক মঞ্চে একত্রে কাজ করতে আমরা সহমত হয়েছি। আলোচনার মেকানিজমও নতুন করে গড়া হবে। রাষ্ট্রপুঞ্জের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা করে আমরা কাজ করব।’’

কূটনৈতিক সূত্রের মতে, সন্ত্রাসবাদের প্রশ্নে সহমত হলেও কাশ্মীরের সাধারণ মানুষের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রশ্নে সুইডেন অনড় রয়েছে। সে দেশের বিদেশ মন্ত্রকের বক্তব্য, কাশ্মীর নিয়ে ভারত এবং পাকিস্তানের মধ্যে আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে উপত্যকায় মানবাধিকারকে সম্মান করতে হবে। চলাফেরা এবং যোগাযোগ ব্যবস্থাকে স্বাভাবিক করতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Indo Sweden Talk Kashmir Issue
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE