E-Paper

দল ছাড়লেন তাসনিম, এনসিপি-তে অসন্তোষ

কী কারণে এনসিপি ছাড়ছেন, সে কথা বলেননি তাসনিম। তবে এনসিপি সূত্র জানিয়েছে, দলের শীর্ষ নেতৃত্বের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। তাসনিম সরাসরি কিছু না বললেও জামায়াতের সঙ্গে জোট-সম্ভাবনা নিয়ে দলের মধ্যে অসন্তোষ ক্রমশ বাড়ছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৫ ০৬:৫১

— প্রতীকী চিত্র।

জামায়াতে ইসলামীর সঙ্গে আসন সমঝোতার আলোচনা চলার মধ্যেই দল ছেড়ে নির্দল প্রার্থী হওয়ার কথা ঘোষণা করলেন এনসিপি-র জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা–৯ আসনে এনসিপি তাঁকে প্রার্থী মনোনীত করেছিল। তবে শনিবার তিনি জানিয়েছেন, নির্দল প্রার্থী হিসেবেই প্রতিদ্বন্দ্বিতা করবেন। শনিবার সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে এ কথা জানান তাসনিম। এই চিকিৎসক এনসিপি তৈরির সময় থেকে দলের সঙ্গে যুক্ত ছিলেন।

কী কারণে এনসিপি ছাড়ছেন, সে কথা বলেননি তাসনিম। তবে এনসিপি সূত্র জানিয়েছে, দলের শীর্ষ নেতৃত্বের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। তাসনিম সরাসরি কিছু না বললেও জামায়াতের সঙ্গে জোট-সম্ভাবনা নিয়ে দলের মধ্যে অসন্তোষ ক্রমশ বাড়ছে। শনিবার এই বিষয়ে গভীর উদ্বেগ জানিয়ে দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে চিঠি দিয়েছেন দলের কেন্দ্রীয় কমিটির ৩০ জন সদস্য। চিঠিতে বলা হয়েছে, ‘জুলাই গণ-অভ্যুত্থানের পর বিগত এক বছর ধরে জামায়াতে ইসলামী ও তাদের ছাত্রসংগঠন ছাত্রশিবিরের বিভাজনমূলক রাজনৈতিক কর্মকাণ্ড, অন্যান্য দলের ভেতরে গুপ্তচরবৃত্তি ও স্যাবোটাজ, এনসিপির উপর বিভিন্ন অপকর্মের দায় চাপানোর অপচেষ্টা, ছাত্র সংসদ নির্বাচনগুলোতে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ এবং পরবর্তীতে ছাত্রশক্তি বিষয়ে মিথ্যাচার ও অপপ্রচার, তাদের অনলাইন ফোর্সের মাধ্যমে এনসিপি ও আমাদের ছাত্রসংগঠনের নারী সদস্যদের চরিত্র হননের চেষ্টা এবং সর্বোপরি, ধর্মকে কেন্দ্র করে সামাজিক ফ্যাসিবাদের উত্থানের আশঙ্কা দেশের ভবিষ্যতের জন্য অশনিসংকেত হয়ে উঠেছে।’ তাঁরা এ কথা স্পষ্ট করে বলেছেন, ‘জামায়াতে ইসলামীর রাজনৈতিক ইতিহাস, বিশেষ করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় তাদের স্বাধীনতাবিরোধী ভূমিকা, গণহত্যায় সহযোগিতা এবং সে সময় সংঘটিত বিভিন্ন অপরাধ প্রশ্নে তাদের অবস্থান— বাংলাদেশের গণতান্ত্রিক চেতনা ও আমাদের দলের মূল্যবোধের সঙ্গে মৌলিকভাবে সাংঘর্ষিক।’ জামায়াতে ইসলামীর সঙ্গে রাজনৈতিক জোটে না যাওয়ার বিষয়ে স্পষ্ট অবস্থান নেওয়ার অনুরোধ জানিয়ে চিঠিতে আরও বলা হয়, নীতিগত অবস্থানের ভিত্তিতে কৌশল নির্ধারিত হওয়া উচিত, কৌশলগত কারণে নীতিগত অবস্থান বিসর্জন দেওয়া উচিত নয়। চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন, কেন্দ্রীয় সংগঠক আরমান হোসাইন, যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম, যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মো. মুরসালীন, সংগঠক রফিকুল ইসলাম আইনী প্রমুখ।

এ দিকে সংসদ নির্বাচনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর মেয়ে জাইমা রহমান নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছেন। কমিশন জানিয়েছে, এ বিষয়ে রবিবার সিদ্ধান্ত নেওয়া হবে।

১৭ বছর পরে দেশে ফেরার দুই দিন পরে শনিবার দুপুরে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে যান তারেক, তাঁর সঙ্গে মেয়ে জাইমাও ছিলেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির কবরে গিয়ে শনিবার শ্রদ্ধা জানান তারেক। পরে তিনি শ্রদ্ধা জানান কবি কাজী নজরুল ইসলামকেও।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

National Citizen Party Bangladesh Bangladesh

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy