জঙ্গি হামলায় কেঁপে উঠল মধ্য এশিয়ার জাকার্তা। বৃহস্পতিবার সকালের এই হামলায় এখনও পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত বেশ কয়েক জন। এখনও সেখানে চলছে গুলির লড়াই। শোনা যাচ্ছে মুহুর্মুহু বিস্ফোরণের শব্দও। গোটা এলাকা ঢেকে গিয়েছে ধোঁয়ায়।
এ দিন সকালে প্রথম বিস্ফোরণটি ঘটে রাষ্ট্রপুঞ্জের দফতরের একেবারে কাছেই। যে এলাকায় এই হামলা হয়েছে, সেখানে প্রচুর বিদেশি নাগরিক রয়েছেন বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত অবশ্য কোনও জঙ্গি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে প্রাথমিক ভাবে ইসলামিক স্টেটের জঙ্গিরাই এই হামলার জন্য দায়ী বলে সন্দেহ করা হচ্ছে। সূত্রের খবর, অন্তত চারটি বিস্ফোরণের আওয়াজ পাওয়া গিয়েছে। হামলায় অন্তত তিন জন আত্মঘাতী জঙ্গি ছিল বলে জানিয়েছে জাকার্তা পুলিশ। মোট ১২ জন জঙ্গি এলাকার বেশ কয়েকটি বাড়ি এবং শপিং সেন্টারে ঢুকে গুলি চালাচ্ছে বলে জানা গিয়েছে। হামলার তীব্র নিন্দা করে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি জোকো উইদোদো বলেন, “দেশের শান্তি ভন্ডুল করতে এই হামলা চালানো হয়েছে। আমরা এর কড়া জবাব দেব।”
হামলায় নিহতদের মধ্যে কয়েক জন পুলিশকর্মী রয়েছেন বলে জানিয়েছেন জাকার্তার এক পুলিশ কর্তা। শহরের একটি বড় শপিং মলে এই মুহূর্তে গুলির লড়াই চলছে বলে জানিয়েছেন তিনি। ঘিড়ে ফেলা হয়েছে পুরো এলাকা।
এর আগেও বেশ কয়েক বার জঙ্গি হামলা হয়েছে ইন্দোনেশিয়ায়। ২০০২ এবং ২০০৫ সালেও বড়সড় বিস্ফোরণ হয়েছে এখানে। এ বারেও বড়দিন এবং নতুন বছরে ফের জঙ্গি হামলার আগাম খবর ছিল পুলিশের কাছে।
আরও পড়ুন:
তবে কি আইএস-ই? জাকার্তার হামলা নিয়ে জল্পনা তুঙ্গে
জাকার্তায় জঙ্গি হামলার ছবি