Advertisement
E-Paper

সেনার জালে কি জঙ্গিনেতার স্ত্রী

দশ দিন আগে লেবানন সেনার জালে দু’জন ধরা পড়ার পরেই আন্তর্জাতিক কূটনীতিকদের মধ্যে গুঞ্জন শুরু হয়েছিল। প্রাথমিক তদন্তের পরে মঙ্গলবার লেবানন পুলিশ দাবি করল, আটক মহিলা এবং তাঁর সঙ্গের শিশুটি জঙ্গিগোষ্ঠী আইএসআইএস-এর (ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড সিরিয়া) শীর্ষনেতার স্ত্রী এবং তাঁদের সন্তান। সিরিয়ার দৈনিকে প্রকাশিত খবর অনুযায়ী, ওই মহিলা সিরিয়ার নাগরিক।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৪ ০২:০৮

দশ দিন আগে লেবানন সেনার জালে দু’জন ধরা পড়ার পরেই আন্তর্জাতিক কূটনীতিকদের মধ্যে গুঞ্জন শুরু হয়েছিল। প্রাথমিক তদন্তের পরে মঙ্গলবার লেবানন পুলিশ দাবি করল, আটক মহিলা এবং তাঁর সঙ্গের শিশুটি জঙ্গিগোষ্ঠী আইএসআইএস-এর (ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড সিরিয়া) শীর্ষনেতার স্ত্রী এবং তাঁদের সন্তান।

সিরিয়ার দৈনিকে প্রকাশিত খবর অনুযায়ী, ওই মহিলা সিরিয়ার নাগরিক। এবং তাঁর সঙ্গের শিশুটির বয়স আট। লেবাননের এক নিরাপত্তা আধিকারিক জানান, মহিলার সঙ্গে যে শিশুটিকে আটক করা হয়েছে তার ডিএনএ পরীক্ষা করা হয়েছে। বাচ্চাটি সত্যি আবু বকর-আল বাগদাদির কি না, তা জানতেই এই ডিএনএ পরীক্ষা। মঙ্গলবার বাদগদাদির স্ত্রী লেবানন সেনার জালে ধরা পড়েছে, এই খবর ছড়িয়ে পড়ার পরেও কোনও প্রতিক্রিয়া জানায়নি আইএস।

তদন্তের পরে লেবানন সেনা জানিয়েছে, আটক হওয়া মহিলার স্বামী জঙ্গিনেতা আবু বকর-আল বাগদাদি। ওই মহিলা সম্ভবত ওই জঙ্গিনেতার দ্বিতীয় স্ত্রী। দশ দিন আগে সিরিয়ার সীমান্তে দেখা গিয়েছিল তাঁকে। তার পরেই তাঁকে ধরার জন্য তৎপর হয় দেশের সেনা এবং গোয়েন্দারা। আপাতত ওই মহিলা ও শিশুটিকে রাখা হয়েছে দেশের প্রতিরক্ষা মন্ত্রকের সদর দফতরে।

২০১১ সালের অক্টোবর থেকেই ‘মোস্ট ওয়ান্টেড’ জঙ্গিদের তালিকায় নাম আছে জঙ্গিনেতা বাগদাদির। তাঁর জন্ম ইরাকে, ১৯৭১ সালে। ২০০৩ সালে নাম লিখিয়েছিল আইএস জঙ্গি হিসেবে।

isis Lebanon abu bakr al baghdadi international news online international news terrorist leader wife arrest wife
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy