Advertisement
০৫ মে ২০২৪
Giant

নেট দুনিয়ার নতুন সেনসেশন দৈত্যাকার একটি বলদ!

এই মুহূর্তে নেট দুনিয়ার নতুন আবেগের সৃষ্টি করল অস্ট্রেলিয়ার একটি বলদ।

পালের মধ্যে দাঁড়িয়ে দৈত্যাকার সেই বলদ। ছবি টুইটার থেকে।

পালের মধ্যে দাঁড়িয়ে দৈত্যাকার সেই বলদ। ছবি টুইটার থেকে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০১৮ ১৭:০৫
Share: Save:

এই মুহূর্তে নেট দুনিয়ার নতুন আবেগের সৃষ্টি করল অস্ট্রেলিয়ার একটি বলদ। দৈত্যাকার ওই বলদটি লম্বায় ৬ ফুট ৪ ইঞ্চি। একটি শস্য ক্ষেতে ঘুরে বেড়াচ্ছে এক পাল বলদ। তাদের মধ্যে এই বলদটির আকার বাকিদের প্রায় দ্বিগুণ। স্বাভাবিকভাবেই নেটিজেনদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে সে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ছবি। সেই ছবি অস্ট্রেলিয়ার পার্থের পিয়ারসনের একটি শস্যক্ষেত্রের। জানা গিয়েছে, ৬ ফুট ৪ ইঞ্চি উচ্চতার ওই বলদটির বয়স মাত্র ১২ মাস। ওজন প্রায় ১.৪ টন।

এক সংবাদ সংস্থাকে বলদটির মালিক জানিয়েছেন, ‘‘এই বলদটি সকলের থেকে আলাদা। বাকিদের থেকে সবসময় আলাদা থাকে সে। ওর মধ্যে সবাইকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে। ভোর চারটে বাজলেই ১০ মিনিট অন্তর ডাকতে থাকে ও।’’

আরও পড়ুন: ল্যাপটপ চুরি করে ফাইল ফেরত দেওয়ার জন্য ইমেল করল চোর!

এই বলদটিকেই অস্ট্রেলিয়ার সবথেকে লম্বা বলদ হিসেবে গণ্য করা হচ্ছে।

আরও পড়ুন: লেভেল ক্রসিংয়ে পার হচ্ছেন এক সাইকেল আরোহী, দু’দিক থেকে আসছে ট্রেন....

(সব গুরুত্বপূর্ণআন্তর্জাতিক খবরজানতে চোখ রাখুন আমাদের আন্তর্জাতিক বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Giant Steer Australia Viral Social Media Trending
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE