আমেরিকার মাটিতে খলিস্তানি জঙ্গি গুরপতবন্ত সিংহ পন্নুনের খুনের পরিকল্পনার পিছনে কাদের হাত রয়েছে সেই তদন্ত ভারতকে সম্পূর্ণ সহযোগিতা করতে আগ্রহী তারা, এমনটাই জানাল আমেরিকা। বুধবার আমেরিকায় কংগ্রেসের শুনানিতে স্টেট ফর সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়ার সচিব ডোনাল্ড লু জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং, ভারতকে সহযোগিতা করতে তৈরি তাঁরা। এ দিন ডোনাল্ড বলেন, “এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যথাযথ তদন্তের জন্য ভারতের সঙ্গে সহযোগিতা করতে তৈরি।”
গত নভেম্বরে পন্নুন-হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে নিখিল গুপ্ত নামে এক ভারতীয়কে দোষী সাব্যস্ত করে আমেরিকা। চেক প্রজাতন্ত্র কর্তৃপক্ষের গ্রেফতার করে।
আমেরিকান তদন্তকারীদের একাংশের অভিযোগ, ভারতই নিখিলকে নিয়োগ করেছিল। তাঁকে আর্থিক মদত দেওয়া হত। যদিও হাই কোর্ট সেই দাবি খারিজ করে দেয়।
‘পন্নুন-কাঁটায়’ ভারতকে ড্রোন বিক্রিতে বাদ সেধেছিলেন আমেরিকার প্রভাবশালী সেনেটর বেন কার্ডিন। তবে, এ বছর বাইডেন প্রশাসনের সঙ্গে দীর্ঘ আলোচনার পরে আপত্তি তুলে নেন তিনি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)