Advertisement
৩০ এপ্রিল ২০২৪
Joe Biden

ভারতকে সহযোগিতায় রাজি আমেরিকা

গত নভেম্বরে পন্নুন-হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে নিখিল গুপ্ত নামে এক ভারতীয়কে দোষী সাব্যস্ত করে আমেরিকা। চেক প্রজাতন্ত্র কর্তৃপক্ষের গ্রেফতার করে।

joe biden

জো বাইডেন। — ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২২ মার্চ ২০২৪ ০৮:১৫
Share: Save:

আমেরিকার মাটিতে খলিস্তানি জঙ্গি গুরপতবন্ত সিংহ পন্নুনের খুনের পরিকল্পনার পিছনে কাদের হাত রয়েছে সেই তদন্ত ভারতকে সম্পূর্ণ সহযোগিতা করতে আগ্রহী তারা, এমনটাই জানাল আমেরিকা। বুধবার আমেরিকায় কংগ্রেসের শুনানিতে স্টেট ফর সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়ার সচিব ডোনাল্ড লু জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং, ভারতকে সহযোগিতা করতে তৈরি তাঁরা। এ দিন ডোনাল্ড বলেন, “এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যথাযথ তদন্তের জন্য ভারতের সঙ্গে সহযোগিতা করতে তৈরি।”

গত নভেম্বরে পন্নুন-হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে নিখিল গুপ্ত নামে এক ভারতীয়কে দোষী সাব্যস্ত করে আমেরিকা। চেক প্রজাতন্ত্র কর্তৃপক্ষের গ্রেফতার করে।

আমেরিকান তদন্তকারীদের একাংশের অভিযোগ, ভারতই নিখিলকে নিয়োগ করেছিল। তাঁকে আর্থিক মদত দেওয়া হত। যদিও হাই কোর্ট সেই দাবি খারিজ করে দেয়।

‘পন্নুন-কাঁটায়’ ভারতকে ড্রোন বিক্রিতে বাদ সেধেছিলেন আমেরিকার প্রভাবশালী সেনেটর বেন কার্ডিন। তবে, এ বছর বাইডেন প্রশাসনের সঙ্গে দীর্ঘ আলোচনার পরে আপত্তি তুলে নেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Joe Biden India US
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE